
২০২৩-০৯-২৮ ০৯:২৩:৪২ / Print
প্রাধিকার - প্রাণী কল্যাণ, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক সংগঠন। আর এই প্রাণী কল্যাণ কথা বিবেচনা করেই আজকে প্রাধিকার কর্তৃক আয়োজিত হয় international rabies Day and Deworming Campaign।
প্রতিবছরের ধারাবাহিকতার ন্যায় আজকে প্রাধিকারিয়ানরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় মালিক বিহীন কুকুর, বিড়ালের মধ্যে র্যবিস ভ্যাকসিন ও কৃমিনাশক সুচিকিৎসা দেওয়ার অনুষ্ঠান আয়োজন করি।
প্রাধিকারের আজকের অনুষ্ঠানে প্রধান লক্ষ্য ছিলো কুকুর, বিড়ালকে জলাতঙ্ক ভাইরাস তথা রোগ থেকে মুক্ত রাখা এবং সমাজের বিভিন্ন শ্রেনির মানুষের মাঝে জলাতঙ্ক রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা ।
আমরা বিশ্বাস করি বাংলাদেশের সকল মানুষ একদিন জলাতঙ্ক সম্পর্কে সচেতনতা হবে এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, যুক্তরাজ্যের মতো বাংলাদেশও জলাতঙ্ক মুক্ত অবস্থান তৈরি করবে।