শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইংরেজী, ১৩ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

রংপুর সিটিতে মানুষ ১২ লাখ, দৈনিক করোনা পরীক্ষা মাত্র ২০

নিউজ ডেস্ক :

২০২০-০৬-২০ ১৬:২৭:১২ /

রংপুর সিটি করপোরেশন এলাকায় বসত প্রায় ১২ লাখ মানুষের। তাদের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার নেই কোনো সুব্যবস্থা। কোথায় নমুনা দিতে হবে, কারা তা সংগ্রহ করবে, এই বিষয়ে নগরবাসী জানেন না। এমনকি সিটি করপোরেশন বা স্বাস্থ্য বিভাগও করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের কোনো বুথ স্থাপন করেনি। চার জেলার সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ এবং পরীক্ষার জন্য মাত্র একটি পিসিআর ল্যাব থাকায় এখানে পরীক্ষার নামে চলছে চরম নৈরাজ্য।

শুধু তাই নয় রংপুর সিটি করপোরেশনে প্রতিদিন মাত্র ৪০ জনের পরীক্ষা করানোর ব্যবস্থা আছে। এদের মধ্যে ২০ জন
পুরোনো আক্রান্ত রোগী এবং নতুন সন্দেহভাজন ২০ জন ।

অপরদিকে করোনা পরীক্ষার প্রতিবেদন পেতে ৭-৮ দিন সময় লাগছে। ইতোমধ্যেই রংপুর মেডিকেল কলেজ পিসিআর মেশিনে এক হাজারের বেশি নমুনা পরীক্ষার অপেক্ষায় পড়ে আছে।

রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ জানান, রংপুর নগরীতে ভয়াবহ অবস্থা কিন্তু আমরা অসহায়।

তিনি জানান, আমাকে মাত্র ৪০ জনের নমুনা সংগ্রহ করার আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ২০টি পুরাতন রোগী এবং নতুন ২০টি রোগী।

তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজের পিসিআর মেশিনের ক্ষমতা ১৮৮টি নমুনা পরীক্ষার। সেখানে এক হাজারের বেশি নমুনা পড়ে আছে। ফলে আমরা সিটি করপোরেশনে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠাচ্ছি।

অন্যদিকে রংপুর বিভাগের ৮ জেলায় লোক সংখ্যা ১ কোটি ২৫ লাখ । বিভাগের ২টি পিসিআর ল্যাবে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে মাত্র ১৭ হাজার ৭৪০ জনের। শতকরা হিসেবে দশমিক ১ ভাগের কম মানুষের করোনা পরীক্ষা হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আমিন আহাম্মেদ জানান, দুটি মেশিন দিয়ে নমুনা পরীক্ষা করা সম্ভব নয়, এর সংখ্যা বাড়াতে হবে।

এ জাতীয় আরো খবর

পহেলা বৈশাখ বরণে ব্যাপক প্রস্তুতি রংপেন্সিল একাডেমির

পহেলা বৈশাখ বরণে ব্যাপক প্রস্তুতি রংপেন্সিল একাডেমির

চলে গেলেন কবি আসাদ চৌধুরী

চলে গেলেন কবি আসাদ চৌধুরী

শ্যামল সিলেট সাহিত্য পরিষদের  ইফতার মাহফিল সম্পন্ন

শ্যামল সিলেট সাহিত্য পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন

 ড. আহমদ মোশতাক রাজা চৌধুরীর ‘আমার ব্র্যাক জীবন’ গ্রন্থের অন্তরঙ্গ পাঠ অনুষ্ঠিত

ড. আহমদ মোশতাক রাজা চৌধুরীর ‘আমার ব্র্যাক জীবন’ গ্রন্থের অন্তরঙ্গ পাঠ অনুষ্ঠিত

শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে অবদান: ১৫ জন পেলেন শিল্পকলা একাডেমী পুরষ্কার

শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে অবদান: ১৫ জন পেলেন শিল্পকলা একাডেমী পুরষ্কার

সিলেটে চোখ ধাঁধানো অ্যাক্রোবেটিক প্রদর্শনী দেখে অভিভূত দর্শক

সিলেটে চোখ ধাঁধানো অ্যাক্রোবেটিক প্রদর্শনী দেখে অভিভূত দর্শক