শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইংরেজী, ১৩ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী আর নেই

সিলেট সান ডেস্ক::

২০২১-০৮-২৮ ১১:৩০:১৯ /

 


খ্যাতিমান কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বাংলাবাজারস্থ নিজবাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গেলো একবছর ধরে বুলবুল চৌধুরী ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন।

এর আগে এপ্রিলে এই লেখককে হাসপাতালে নেওয়া হয়। সেসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনকোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন। বুলবুল চৌধুরীর ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ছয় মাস ধরে তার জ্বর ও ওজন কমে যাচ্ছিল। ফেব্রুয়ারিতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ক্যানসার ধরা পড়ে। ক্যানসার তার শ্বাসযন্ত্রেও ছড়িয়ে পড়েছিল। চিকিৎসকরা জানান, কেমো নেওয়ার মতো শারীরিক অবস্থাও তার ছিল না।

বুলবুল চৌধুরী ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০২১ সালে সরকার তাকে একুশে পদকে সম্মানিত করে। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে- অপরূপ বিল ঝিল নদী, কহকামিনী, তিয়াসের লেখন, অচিনে আঁচড়ি (উপন্যাস), ছোট গল্পগ্রন্থ- টুকা কাহিনি, পরমানুষ, মাছের রাত, চৈতার বউ গো।

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

পহেলা বৈশাখ বরণে ব্যাপক প্রস্তুতি রংপেন্সিল একাডেমির

পহেলা বৈশাখ বরণে ব্যাপক প্রস্তুতি রংপেন্সিল একাডেমির

চলে গেলেন কবি আসাদ চৌধুরী

চলে গেলেন কবি আসাদ চৌধুরী

শ্যামল সিলেট সাহিত্য পরিষদের  ইফতার মাহফিল সম্পন্ন

শ্যামল সিলেট সাহিত্য পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন

 ড. আহমদ মোশতাক রাজা চৌধুরীর ‘আমার ব্র্যাক জীবন’ গ্রন্থের অন্তরঙ্গ পাঠ অনুষ্ঠিত

ড. আহমদ মোশতাক রাজা চৌধুরীর ‘আমার ব্র্যাক জীবন’ গ্রন্থের অন্তরঙ্গ পাঠ অনুষ্ঠিত

শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে অবদান: ১৫ জন পেলেন শিল্পকলা একাডেমী পুরষ্কার

শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে অবদান: ১৫ জন পেলেন শিল্পকলা একাডেমী পুরষ্কার

সিলেটে চোখ ধাঁধানো অ্যাক্রোবেটিক প্রদর্শনী দেখে অভিভূত দর্শক

সিলেটে চোখ ধাঁধানো অ্যাক্রোবেটিক প্রদর্শনী দেখে অভিভূত দর্শক