সিলেটে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে ৭৮ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে। এ সময় তাদেরকে জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।
বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ বাইপাস পয়েন্টে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
অভিযানে শব্দ দূষণ আইন লঙ্ঘনের দায়ে ৩৫টি যানবাহনের বিরুদ্ধে ৩৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া এসব যানবাহন থেকে ৬২টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
পরিবেশ অধিদফতর সিলেটের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন সহকারী পরিচালক বদরুল হুদা।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম পাটওয়ারী,
সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, গবেষণাগার সহকারী মুহাম্মদ শাহাদৎ হোসেন, নমুনা সংগ্রহকারী মো. রুবেল মিয়া ও বিআরটিসি সিলেটের প্রতিনিধি।