শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইংরেজী, ১৩ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’ : মাঝরাতে হানা দিতে পারে

সিলেট সান ডেস্ক::

২০২০-১১-২৫ ১৩:২১:৫৬ /

 

আমপানের ক্ষত ভুলতে না ভুলতেই এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‌‌‌‘নিভার’। ক্রমশই এগিয়ে আসছে ঝড়টি। এমনটিই জানান দিয়েছে আবহাওয়া অফিস।

সূত্র মতে, বুধবার মাঝরাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে তামিলনাড়ু এবং পুদুচেরির মাঝামাঝি উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে পারে ওই ঝড়।

বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রে জলীয় বাষ্প সংগ্রহ করে ইতিমধ্যেই নিভার অতি প্রবল হয়ে উঠেছে। মনে করা হচ্ছে, দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে এগনোর সময় আরও ক্ষমতা বাড়িয়ে নেবে ওই ঝড়। চেন্নাই থেকে ৫৬ কিলোমিটার দূরে মমল্লপুরম এবং পুদুচেরির করাইকাল সমুদ্রতটের মাঝামাঝি কোনও এলাকায় ওই ঝড় আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ঝড় এবং প্রবল বৃষ্টি। এই দুই অস্ত্রকে নিয়েই এগোচ্ছে নিভার।

‘অতি প্রবল ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৬০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। নিভার ওই তালিকায় পড়লেও, তার গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটারের মধ্যেই থাকবে। তা সর্বোচ্চ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ঝড় স্থলভাগে ঢুকে পড়লে এর থেকে বেশি গতিবেগ হবে না।’ জানায় আবহাওয়া অফিস।

এ দিন সকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে চেন্নাইতে। এর মধ্যেই চেন্নাইয়ের কাছে আদিয়ার নদীর উপর চেম্বারবক্কম বাঁধ থেকে ছাড়া হয়েছে ১ হাজার কিউসেক জল। সেই সঙ্গে কাড্ডালোর জেলার প্রায় ২ হাজার মানুষকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ঝড়ের অবস্থান — রাত ৮টা ৩০

চেন্নাই থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে নিভার। পুদুচেরি থেকে ৫৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে অবস্থান।

ঝড়ের অবস্থান — সন্ধ্যা ৭টা ৩০

চেন্নাই থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে নিভার। পুদুচেরি থেকে ৮০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে অবস্থান।

ঝড়ের অবস্থান — সন্ধ্যা ৬টা ৩০

আবহবিদদের মতে, সন্ধ্যা ৭টা ৪৫ নাগাদ নিভারের অবস্থান চেন্নাই থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পুদুচেরি থেকে ১০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে।

ঝড়ের অবস্থান — বিকাল ৫টা ৩০

আবহবিদদের মতে, সন্ধ্যা ৭টা নাগাদ ঝড়ের অবস্থান চেন্নাই থেকে ১৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। আবার পুদুচেরি থেকে ১১৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে।

এ দিনই তামিলনাড়ুর ৭টি জেলায় বাস পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষকে ঘরে থাকার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী।


রাজ্যের ৪ হাজার জায়গাকে ‘দুর্বল’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। ওই এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। ইতিমধ্যেই তামিলনাড়ু এবং পুদুচেরি প্রশাসনের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পুদুচেরিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সমস্ত নিষিদ্ধ করা হয়েছে। বেশিরভাগ দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় যাওয়া এবং ঘরে থাকার নির্দেশ দিয়েছেন পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদী। সমুদ্রবন্দর এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে বিপর্যয় মোকাবিলা বাহিনীর অন্তত ১ হাজার ২০০ সদস্যকে মোতায়েন রাখা হয়েছে। নিভারের গতিবিধির উপর নজরদারি চালাচ্ছে ভারতীয় নৌসেনা।

মোতায়েন রয়েছে নৌবাহিনীর জাহাজ, বিমান এবং উদ্ধারকারী দল। সতর্ক করা হয়েছে মমল্লপুরমের নিকটবর্তী কলাপক্কমে অবস্থিত পারমাণবিক শক্তিকেন্দ্রকে।

পরিস্থিতি আঁচ করে বুধবার সন্ধ্যা ৭টা থেকে ১২ ঘণ্টার জন্য চেন্নাই বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক অন্ধ্রপ্রদেশও। ওই রাজ্যের নেল্লোর এবং চিত্তুর জেলাকে সতর্ক করা হয়েছে


 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

প্রভাবশালীদের দখল থেকে নদী উদ্ধার করতে হবে: বেলার কর্মশালা

প্রভাবশালীদের দখল থেকে নদী উদ্ধার করতে হবে: বেলার কর্মশালা

ভাল নেই সিলেটের আন্তঃসীমান্ত নদীগুলো

ভাল নেই সিলেটের আন্তঃসীমান্ত নদীগুলো

পৃথিবীর বিভিন্ন সমুদ্রের  রেকর্ড তাপমাত্রা বৃদ্ধি

পৃথিবীর বিভিন্ন সমুদ্রের রেকর্ড তাপমাত্রা বৃদ্ধি

 বিজ্ঞানীরা শঙ্কিত: প্রকৃতিতে খুব খারাপ কিছু ঘটার আশঙ্কা

বিজ্ঞানীরা শঙ্কিত: প্রকৃতিতে খুব খারাপ কিছু ঘটার আশঙ্কা

প্রকৃতি বাচাঁতে পাহাড়, টিলা ও গাছ কাটা থেকে বিরত থাকতে হবে: মন্ত্রী শাহাব উদ্দিন

প্রকৃতি বাচাঁতে পাহাড়, টিলা ও গাছ কাটা থেকে বিরত থাকতে হবে: মন্ত্রী শাহাব উদ্দিন

 বিশ্ব পরিবেশ দিবস আজ

বিশ্ব পরিবেশ দিবস আজ