রবিবার, ৫ মে ২০২৪ইংরেজী, ২২ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

শিরোনাম : উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ হলেন ডা শাহানা ফেরদৌস বিয়ানীবাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত এসএসসির ফল প্রকাশ ১২ মে গ্যাস সংকটে বন্ধ শাহজালাল সার কারখানা, চালু নিয়ে অনিশ্চয়তা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে বিসিএ'র মতবিনিময় সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ডা. খলিলুর রহমানের গণসংযোগ সিলেটে আজ থেকে শুরু হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ইসি আনিছুর রহমান: নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না ব্রিটিশ-বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহবান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

টক অব দ্যা টাউন সুনামগঞ্জ: দল থেকে অব্যাহতি, পাল্টা বিবৃতি মুকুটের

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

২০২২-০৯-২৬ ১৪:৪৯:৪৪ /

সুনামগঞ্জে জেলা আ,লীগের সহ সভাপতি নুরুল হুদা মুকুটকে দল থেকে অব্যাহতিদেওয়া হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে দলের সমর্থিত প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ গ্রহণ করায় সংগঠনের সকল পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন সাক্ষরিত চিঠি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা আ,লীগের দপ্তর সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী উজ্জল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়

সভাপতি মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন স্বাক্ষরিত যৌথ পত্রে সংগঠনের সহসভাপতি নুরুল হুদা মুকুটকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত

অমান্য করায় গঠনতন্ত্রের ৪৭ (১১) ধারা অনুযায়ী সুনামগঞ্জ জেলার সহ সভাপতি পদসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। অপর দিকে বিকেলে নুরুল হুদা মুকুট পাল্টা এক বিবৃতিতে এই সিদ্ধান্ত গঠনতন্ত্র মোতাবেক নয় উল্লেখ করে এই সিদ্ধান্ত দলের নেতা কর্মীরা গ্রহণ করেনি বলেও উল্লেখ করেন।

নুরল হুদা মুকুট বলেন, এ ধরনের সিদ্ধান্ত অসাংগঠনিক ও সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভোটারদেরকে বিভ্রান্ত করার অসৎ উদ্দেশ্যে। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদন ব্যতিরেকে জেলা কমিটির কোন সদস্যকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করার কোন এখতিয়ার জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেই।

সভাপতি ও সাধারণ সম্পাদক কতৃর্ক দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অগঠনতান্ত্রিক কার্যক্রমের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা ডাকা হবে। সভায় সদস্যগণের মতামত নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানোর কথা মুকুট বিবৃতিতে উল্লেখ করেন।

এিদকে অব্যাহতি ও পাল্টা বিবৃতি নিয়ে নিজ নিজ সমর্থিত নেতা কর্মীরা ভিন্ন ভিন্ন মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম নানা মন্তব্য করছেন।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণার পরও নুরুল হুদা মুকুট মনোনয়ন দিয়েছেন। আমরা জেলা কমিটি বসে সিদ্ধান্ত নিয়ে তাকে মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ করেছি।

তিনি মনোনয়ন প্রত্যাহার করেন নি। বিষয়টি রোববার কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানানো হয়। ওবায়দুল কাদেরের নির্দেশনা অনুযায়ী জেলা কমিটির পক্ষ থেকে তাকে দলের সকল পদ পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতির এই চিঠি নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কমিটিকে পাঠানো হবে।

এদিকে আজ জেলা পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্দের দেওয়া হয়েছে। আ,লীগের মনোনীত প্রার্থী ও সুনামগঞ্জ জেলা আ,লীগের সহ সভাপতি খায়রুল কবির রুমেন প্রতিক পেয়েছেন ঘোড়া।

অপর দিকে,দলীয় বিদ্রোহী সুনামগঞ্জে জেলা আ,লীগের সহ সভাপতি নুরুল হুদা মুকুট নির্বাচনে প্রতিক পেয়েছেন মোটরসাইকেল।

এ জাতীয় আরো খবর

সুনামগঞ্জে ট্রাক  সিএনজি সংঘর্ষে একজন  নিহত

সুনামগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে একজন নিহত

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

 সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা

সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা