বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ইংরেজী, ২৬ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

কাঠাল কান্ডে ফোর মার্ডার : এক পক্ষের দুটি মামলা, আসামী ১৬৩

ষ্টাফরিপোটার, সুনামগঞ্জ ::

২০২৩-০৭-১৭ ০৫:২১:২৩ /

কাঠাল নিলাম নিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হাসনাবাজ গ্রামে সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনার ছয় দিন পর মালদার মিয়ার পক্ষের দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১৬ জুলাই) রাতে সংঘর্ষে মালদার মিয়া গোষ্ঠির নিহত নুরুল হকের ভাই তফজ্জুল হক বাদী হয়ে মালদার মিয়া গোষ্ঠির ৬৯জনকে আসামি করে শান্তিগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

একই পক্ষের নিহত বাবুল মিয়ার ভাই ফারুক আহমেদ আরেকটি অভিযোগ দায়ের করছে এতে ৯৪ জনকে আসামি করা হয়েছে।

অপর দিকে,দ্বীন ইসলাম গোষ্টীর পক্ষ থেকেও থানায় মামলা দেয়া প্রস্তুতি চলছে বলে জানান শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ খালেদ চৌধুরী। এক পক্ষের দুটি মামলায় ১৬৩ জনকে আসামি করা হয়েছে।

কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষের ঘটনায় উপজেলার হাসনাবাজ গ্রামে দ্বীন ইসলাম গোষ্ঠির আব্দুল লতিফের ছেলে নুরুল হক (৫০) ও আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫৫) হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে,গত ৭ জুলাই উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে হাসনাবাজ জামে মসজিদে জুমা’র নামাজের পর মসজিদ প্রাঙ্গণে একটি কাঠাল নিলাম করা হয়। নিলামে মালদার মিয়া গোষ্ঠির শেখ ফরিদ ও দ্বীন ইসলাম গোষ্ঠির আনার উদ্দিনের মধ্যে ডাকাডাকি শুরু হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা দেখা দেয়।

এসময়য় শেখ ফরিদ অধিক দামে কাঠাল ক্রয় করার আক্রোশে দ্বীন ইসলাম গোষ্ঠির লোকজনদেরকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং মসজিদ প্রাঙ্গণ থেকে চলে যায়। এরপর নিলামের ঘটনার জেরে গত ১০ জুলাই সকাল ১১ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাজ গ্রামে দুই গোষ্ঠির মধ্যে

সংঘর্ষ শুরু হলে সংঘর্ষের ঘটনায় দ্বীন ইসলাম গোষ্ঠির হাসনাবাজ গ্রামের আব্দুল লতিফের ছেলে নুরুল হক (৫০), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫৫) ও মালদার মিয়া গোষ্ঠির আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৪৫) মারা যান।

এ জাতীয় আরো খবর

সুনামগঞ্জে ট্রাক  সিএনজি সংঘর্ষে একজন  নিহত

সুনামগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে একজন নিহত

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

 সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা

সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা