
২০২৩-০৭-১৪ ১৫:১৪:০৩ / Print
সুনামগঞ্জে জঙ্গা নামে টাংগুয়ার হাওরে পর্যটক পরিবহনকারী একটি হাউজবোট আগুনে পুড়ে ভষ্মীভুত হয়েছে। এসময় হাউজবোটে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার বিকেল পৌনে ৫ টায় পৌর শহরের সাহেববাড়ি নৌকা ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। বিদু্তের সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করছেন স্থানীরা।
খবর পেয়ে আগুন নেভাতে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টা কাজ করে নিয়ন্ত্রে আনে। তবে কোনো হতাহত হয়নি। জানা যায়,সাহেববাড়ি নৌকা ঘাটে সুরমা নদীতে হাউজবোটটি নোঙ্গর করা ছিল।
এসময় হঠ্যাৎ করেই সামনের অংশে আগুন লেগে যায়।হাউজবোটটি কাঠ ও খড় দিয়ে তৈরি করায় আগুনের দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় বাসিন্দারা ভয়ে নৌকাটিকে নদীতে ভাসিয়ে দেয়।
নদীতে স্রোত থাকায় নৌকাটি ভাসতে ভাসতে মাঝ নদী পার হয়ে নদীর ওপারের কাছাকাছি ওলীর ঘাটের দিকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভানোর পূর্বে বোটটি সুরমা নদী দিয়ে ভাসমান অবস্থায় বেশি ভস্মীভূত হয়।
এতে করে এই হাউজবোটটি একবারেই চলাচলে অনুপযোগী হয়ে যায়। এটি তৈরী করতে প্রায় ৪০-৪৫ লাখ টাকা খরচ হয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।
প্রত্ক্ষদর্শী আবির মিয়া জানান,সাহেব বাড়ি নৌকা ঘাটের সুরমা নদীপথের প্রায় এক কিলোমিটার নদীর উত্তর পাশে অলীরবাজার এলাকায় ভাসমান অবস্থায় হাউসবোটের আগুন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে নিয়ে আসলেও বোটটির নিচের অংশ দৃশ্যমান ছাড়া কিছুই নেই।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিউটন দাস তালুকদার জানান,ফায়ার সার্ভিসের ২টি টিম টাঙ্গুয়ার অভিযাত্রিক হাউসবোটটির সুরমা নদীতে ভাসমান বোটে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছি। আগুনের সূত্রপাত কি কারণে জানতে পারিনি।