
২০২৩-০৭-০২ ০৮:৫৬:৩৩ / Print
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ঢাকনা ধসে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- হাজীপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে হাসান (৪) ও মেয়ে হাবিবা (২)।
স্থানীয়রা জানান, জাহাঙ্গীরদের বসতঘরের পেছনে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক রয়েছে। বৃষ্টিতে ট্যাংকের আশপাশের মাটি দেবে যায়। রোববার সকাল ১০টার দিকে হাসান ও হাবিবা ট্যাংকের ওপরে দেওয়া ঢাকনায় উঠে খেলা করছিল। একপর্যায়ে ঢাকনা ধসে তারা ট্যাংকের ভেতরে পড়ে যায়।
শব্দ পেয়ে স্বজনরা ছুটে গিয়ে ট্যাংক থেকে মৃত অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করেন।
টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক বলেন, দুই সন্তানকে হারিয়ে জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম চলছে।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক জানান, নিহত দুই শিশুর মরদেহ স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।