সোমবার, ২৯ মে ২০২৩ইংরেজী, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বাংলা ENG

শিরোনাম : তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত এরদোয়ান: বিশ্বনেতাদের অভিনন্দন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর 'জুলিও কুরি' পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী পালন সিলেটে এক বছরে ২২ হাজার শিশুর মধ্যে ৩৭ শতাংশের জন্ম অস্ত্রোপচারে ৮ বছরে ১০ হাজার নরমাল ডেলিভারী : ব্যতিক্রম কিছু করতে চান ডা. ইসমাত ইউজিসি চেয়ারম্যানকে সিকৃবি উপাচার্যের অভিনন্দন ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার: অবসর ভাতাই কাল, স্ত্রী ও দুই মেয়েসহ গ্রেপ্তার ৪ টাঙ্গুয়ার হাওরে পুড়ানো হল ২ লাখ টাকার অবৈধ জাল ওসমানী বিমানবন্দরে প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল গাফফার চৌধুরী খসরু সংবর্ধিত জৈন্তাপুরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি বিষয়ক মাঠ দিবস পালন চাচাতো ভাইয়ের দায়ের কোপে মারা গেলেন বোন জেসমিন

রাঙ্গুনিয়ায় নারী এনজিও কর্মী খুন, সিলেটে গ্রেফতার খুনী

সিলেট সান ডেস্ক ::

২০২৩-০৪-০৪ ১১:১০:৪৯ /

রাঙ্গুনিয়ায় এনজিওকর্মী চম্পা চাকমাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সে সিলেটের জৈন্তাপুরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. এনামুল হক এনাম (২৭), চট্টগ্রামের রাঙ্গনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- রাঙ্গুোনিয়ায় প্রকাশ্যে এনজিও কর্মী চম্পা চাকমার হত্যা মামলার প্রধান আসামি মো. এনামুল হক গ্রেফতার এড়াতে সিলেট জেলার জৈন্তাপুর থানার আসামপাড়া এলাকায় আত্মগোপনে রয়েছে।

 

পরে মঙ্গলবার সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনাম হত্যার করার কথা অকপটে স্বীকার করেছেন।

কারণ হিসেবে সে জানিয়েছে, তার মা ও বোন বেসরকারি মানবিক উন্নয়ন সংস্থা পদক্ষেপ থেকে ৩ লাখ টাকা ঋণ নেয় যার ৩০ হাজার টাকার মত বাকি ছিল। যেটা তোলার জন্য এনজিও থেকে ৮ জন কর্মকর্তা তার বোনের বাসায় যেতে চেয়েছিল।

তার ভগ্নিপতি বিদেশে থাকে। তাই তার মান সম্মানের ভয়ে গত ৫ মার্চ ঘটনার দিন সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে চাকু নিয়ে প্রথমে চম্পাকে হুমকি দেয় এবং একপর্যায়ে রাগান্বিত হয়ে গলায় ছুরিকাঘাত করে।

 

হত্যার পর পাহাড়ি বনে একদিন আত্মগোপন করে, সেখান থেকে রাঙামাটি, চট্টগ্রামের পতেঙ্গা, চকবাজার এলাকা, ঢাকার পোস্তাগালা এবং সর্বশেষ সিলেটের জৈন্তাপুর চলে যায়।

 

সেখানে দৈনিক ২০০ টাকা বেতনে হোটেলে কাজ শুরু করে। গত ৫ মার্চ রাত সাড়ে ৮টার দিকে অফিসে কাজ শেষে বাসায় যাওয়ার উদ্দেশ্যে সহকর্মী সপ্তর্ষী চাকমাসহ বের হয়েছিলেন ওই এনজিও কর্মী। সেখানে আগে থেকে দাঁড়িয়েছিল ঘাতক এনাম।

 

ঋণের কিস্তি দেওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগবিতÐার একপর্যায়ে এনাম পেছন থেকে চম্পা চাকমার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় একইদিন রাতে নিহত চম্পা চাকমার বোন জামাই সোহেল চাকমা বাদী হয়ে রাঙ্গানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মো. এনামুল হককে আসামি করা হয়।

 

চম্পা চাকমা রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শান্তিময় চাকমার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ লালানগর শাখায় কর্মরত ছিলেন।

 

এ জাতীয় আরো খবর

সিলেটে শব্দদূষণবিরোধী অভিযানে ৪৬ টি হাইড্রোলিক হর্ন জব্দ, জরিমানা

সিলেটে শব্দদূষণবিরোধী অভিযানে ৪৬ টি হাইড্রোলিক হর্ন জব্দ, জরিমানা

দক্ষিণ সুরমায় নামাজরত অবস্থায়  স্ত্রীকে হত্যা, ঘরজামাই’র মৃত্যুদন্ড

দক্ষিণ সুরমায় নামাজরত অবস্থায় স্ত্রীকে হত্যা, ঘরজামাই’র মৃত্যুদন্ড

রাঙ্গুনিয়ায় নারী এনজিও কর্মী খুন, সিলেটে গ্রেফতার খুনী

রাঙ্গুনিয়ায় নারী এনজিও কর্মী খুন, সিলেটে গ্রেফতার খুনী

উপজেলা চেয়ারম্যানদের ওপর ইউএনওদের কতৃত্ব আর থাকল না

উপজেলা চেয়ারম্যানদের ওপর ইউএনওদের কতৃত্ব আর থাকল না

কেড়ে নেওয়া হয়েছে বগুড়ার সেই বিচারকের বিচারিক ক্ষমতা,  আইনমন্ত্রনালয়ে প্রহার

কেড়ে নেওয়া হয়েছে বগুড়ার সেই বিচারকের বিচারিক ক্ষমতা, আইনমন্ত্রনালয়ে প্রহার

সিলেটে সন্ধ্যাবাজারের আলোচিত হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

সিলেটে সন্ধ্যাবাজারের আলোচিত হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন