শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইংরেজী, ১৩ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

বাংলাদেশকে ৩২৭ রানের বিশাল টার্গেট দিল ইংল্যান্ড

সিলেট সান স্পোর্টস ডেস্ক ::

২০২৩-০৩-০৩ ০৫:০২:১৯ /

মিরপুরের সব ধীর-নিচু উইকেটে রান কম হয় না। অধিক রানের উইকেটও আছে।

সেট হলে বড় ইনিংস খেলা যায়। ইংল্যান্ডের ওপেনার জেসন রয় ঝড়ো সেঞ্চুরি এবং জস বাটলার ঝড়ো ফিফটি করে তা দেখিয়ে দিয়েছেন।

ওই ঝড়ের পাল্লায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৩২৬ রানের সংগ্রহ পেয়েছে সফরকারীরা। হোম অব ক্রিকেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা একটু কঠিন।

তবে শীতের রেশ কাটলেও শিশিরের প্রভাব কিছুটা থাকায় শেষে ব্যাট করার সামান্য সুবিধাও মেলে।

ওই সুবিধা আদায়ের জন্য টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

বল হাতে তাসকিন-সাকিবরা শুরুতে খারাপও করেননি। ৯৬ রানে তুলে নেন ইংলিশদের তিন উইকেট। ব্যর্থ হয়ে ফেরেন ফিল সল্ট (৭), ডেভিড মালান (১১) ও জেমস ভিন্সি (৫)।

ততক্ষণে ক্রিজে সেট হয়ে গেছেন জেসন রয়। তার ১২৪ বলে ১৩২ রানের ঝড়ো ইনিংসে বড় রানের ভিত্তি পেয়ে যায় ইংল্যান্ড।

সাকিবের বলে ফেরার আগে তিনি ১৮টি চার ও একটি ছক্কার শটে ওই রান করেন। রয় ফিরতেই ঝড় শুরু করেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

তার ব্যাট থেকে আসে ৬৪ বলে ৭৬ রানের ঝকঝকে ইনিংস। ডানহাতি এই ব্যাটার পাঁচটি চার ও দুটি ছক্কা মেরেছেন।

পরে মঈন আলী ৩৫ বলে তিন চার ও দুই ছক্কায় ৪২ এবং স্যাম কারেন ১৯ বলে তিনটি ছক্কা ও দুই চারে ৩৩ রান করায় বড় রান পেয়েছে প্রথম ম্যাচে তিন উইকেটে জেতা ইংল্যান্ড।

বাংলাদেশের সব বোলারই ছিলেন খরুচে। তাইজুল ও সাকিব ১০ ওভার হাত ঘুরিয়ে যথাক্রমে ৫৮ ও ৬৪ রান দিয়ে একটি করে উইকেট নিয়েছেন।

মিরাজ ১০ ওভারে ৭৩ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। মুস্তাফিজ তার ১০ ওভারে ৬৩ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। সেরা বোলিং করেছেন তাসকিন।

তার ১০ ওভারে ৬৬ রান আসলেও তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি।

এ জাতীয় আরো খবর

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী সেহার

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী সেহার

আফগানদের উড়িয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

আফগানদের উড়িয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

ভারতের সঙ্গে সিরিজে সমতা বাংলাদেশের মেয়েদের

ভারতের সঙ্গে সিরিজে সমতা বাংলাদেশের মেয়েদের

হৃদয় ও শামীমের ব্যাটে ভর করে বাংলাদেশের জয়

হৃদয় ও শামীমের ব্যাটে ভর করে বাংলাদেশের জয়

 তামিম আউট, শান্ত-লিটন এগুচ্ছেন

তামিম আউট, শান্ত-লিটন এগুচ্ছেন

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি