শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইংরেজী, ১৩ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

সুইসদের আটকে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক::

২০২২-১১-২৮ ১৩:৩৫:৫৫ /

সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে আগে জিততে পারেনি ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপে সুইসদের রক্ষণ দেয়ালে আটকে গিয়েছিল সেলেকাওরা। কাতারেও ওই রক্ষণ দুর্গ শক্ত করে খেলছিল সুইসরা।

হলুদ জার্সির খেলোয়াড়রা আক্রমণে উঠলেও দুর্গ ভেদ করতে পারছিল না। শেষদিকে মিডফিল্ডার কাসেমিরো ব্রেক থ্রু দেন। ১-০ গোলের জয়ে দলকে তুলে নেন বিশ্বকাপের শেষ ষোলায়। সোমবার ৯৭৪ স্টেডিয়ামে প্রথমার্ধ গোল শূন্য সমতায় শেষ করে ব্রাজিল ও সুইজারল্যান্ড।

গোলবারে দুটি শট নিলেও সুইস গোলরক্ষক ইয়ান সমারকে ফাঁকি দিতে পারেনি তিতের শিষ্যরা। এর মধ্যে ম্যাচের ২৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র নিশ্চিত গোল হওয়ার মতো সুযোগ মিস করেন। তার শট দুর্বল হয়ে যাওয়ায় ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ভিনিসিয়াস বল জাড়ে পাঠিয়ে উদযাপন শুরু করেন। কিন্তু ভিএআর তার গোলটি বাতিল করে দেয়। হতাশ হতে হয় ব্রাজিলিয়ান ভক্তদের। গোলশূন্য সমতার দিকে যাওয়া ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো ৮৩ মিনিটে বক্স থেকে জোরালো শট নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা রদ্রিগো গোয়েসের পাসে দলকে লিড এনে দেন।

তার ওই শট ফেরানোর কোন সুযোগই ছিল না সুইস গোলরক্ষক ইয়ান সমারের। জয় ছোট হলেও নেইমারহীন ব্রাজিল কর্তৃত্ব করেই খেলেছে। ৫৩ শতাংশ বল পায়ে রেখে সুইজারল্যান্ডের গোলে পাঁচটি শট নিয়েছে ল্যাতিন দলটি। দুটি আক্রমণ ভেস্তে গেছে বাইরে শট নেওয়ায়। অন্যদিকে সুইসরা আক্রমণ তুলতে পারে মাত্র দুটি। অ্যালিসনকে পরীক্ষা নেওয়ার মতো কোন শটই নিতে পারেনি তারা।

দুটি শট নিলেও বক্সের মুখে ব্রাজিলের রক্ষণ দেয়ালে লেগে তা ফিরে আসে। ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচ খেলবে ক্যামেরুনের বিপক্ষে ২ ডিসেম্বর। এক পরাজয় ও এক সমতা করা আফ্রিকার দলটির বিপক্ষে সেলেকাওদের লড়াই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার।

ওই ম্যাচে ফিট হলে অল্প সময়ের জন্য হলেও মাঠে দেখা যেতে পারে নেইমারকে। অন্যদিকে এক সমতা করা সার্বিয়া জাতিগত সংকট থাকা সুইজারল্যান্ডের বিপক্ষে জিতলে চলে যাবে নকআউটে।

এ জাতীয় আরো খবর

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী সেহার

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী সেহার

আফগানদের উড়িয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

আফগানদের উড়িয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

ভারতের সঙ্গে সিরিজে সমতা বাংলাদেশের মেয়েদের

ভারতের সঙ্গে সিরিজে সমতা বাংলাদেশের মেয়েদের

হৃদয় ও শামীমের ব্যাটে ভর করে বাংলাদেশের জয়

হৃদয় ও শামীমের ব্যাটে ভর করে বাংলাদেশের জয়

 তামিম আউট, শান্ত-লিটন এগুচ্ছেন

তামিম আউট, শান্ত-লিটন এগুচ্ছেন

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি