বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইংরেজী, ১২ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

ইভিএমে জাল ভোট দেওয়ার সুযোগ নেই, নিশ্চিত হয়েছি: ইসি রাশেদা সুলতানা

সিলেট সান ডেস্ক::

২০২২-০৯-৩০ ০৯:৩০:১৯ /

ইলেট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) কারচুপি কিংবা জাল ভোট দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

আজ শুক্রবার বেলা ১১টায় বগুড়া সার্কিট হাউসে জেলা পরিষদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

রাশেদা সুলতানা বলেন, ‘আমরা সব দিক পর্যালোচনা করে দেখেছি। নিশ্চিত হয়েছি বলেই আগামী নির্বাচনে প্রায় ১৫০টি আসনে ইভিএমে নির্বাচন করতে চাচ্ছি।

বিগত দিনে ইলেকশন করে দেখেছি মেশিনটা (ইভিএম) আসলেই ভালো। ইভিএমে ভোট আসলে নিরাপদ। এখানে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই।’

সাংবাদিকদের উদ্দেশে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘আমরা বরাবরই চাচ্ছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু। ভোটের পরিবেশ সুন্দর থাকার পাশাপাশি ভোটাররা যাতে তাদের ভোট নিরাপদে পছন্দের প্রতীকে দিতে পারেন।

আমরা বিএনপিকে সংলাপে ডেকেছি। বিএনপি যদি মনে করে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে না, এটি তারা করতেই পারে। এখানে আমাদের বলার কিছু নেই। তবে নির্বাচন কমিশন সংবিধান মেনে, আইন মেনে ভোট করবে।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের ইচ্ছে ছিল জাতীয় নির্বাচনে শতভাগ আসনে ইভিএমে ভোট করার। কিন্তু ইভিএম সরবরাহ স্বল্পতার কারণে সেটা সম্ভব হয়নি। এ কারণে ১৫০টি আসনে ইভিএমে নির্বাচন করা হচ্ছে।’

বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জিয়াউল হকের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী, জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো খবর

তাপমাত্রা বাড়লেই বেড়ে যায় লোডশেডিং

তাপমাত্রা বাড়লেই বেড়ে যায় লোডশেডিং

জিম্মি বাংলাদেশি জাহাজে সশস্ত্র আরও জলদস্যু, পরিস্থিতি উদ্বেগজনক

জিম্মি বাংলাদেশি জাহাজে সশস্ত্র আরও জলদস্যু, পরিস্থিতি উদ্বেগজনক

জলদস্যুদের কবলে জিম্মি নাবিকদের উদ্ধারে বৈঠক ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

জলদস্যুদের কবলে জিম্মি নাবিকদের উদ্ধারে বৈঠক ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

আজ পবিত্র শবেবরাত

আজ পবিত্র শবেবরাত

২১ গুণীজনের হাতে ‘একুশে পদক-২০২৪’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

২১ গুণীজনের হাতে ‘একুশে পদক-২০২৪’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর