শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইংরেজী, ১৪ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

সিলেটে আদালতপাড়ায় আইনজীবীর উপর হামলার চেষ্ঠাকালে আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্ট::

২০২২-০৯-২৭ ০৬:৫০:১৩ /

সিলেটে আদালতপাড়ায় এবার বাদিপক্ষের আইনজীবীর উপর হামলার চেষ্ঠা ও হুমকীর অভিযোগে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া কামাল হোসেন নগরীর বাদাম বাগিচা সেতুবন্ধন ৫৫/১ নম্বর বাসার মৃত রাজা মিয়ার ছেলে। মঙ্গলবার দুুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামন থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। কামাল ও তার ভাইবোনদের মধ্যে সম্পদ নিয়ে একাধিক মামলা চলছে বলে জানা গেছে।
 
সম্পত্তির বিরোধের জেরে ৩ ভাই, এক বোনো ও ভাবির বিরুদ্ধে হামলার অভিযোগে গত ২৪ সেপ্টেম্বর কামাল হোসেনকে প্রধান আসামি করে মামলা করেন তার ভাই বিল্লাল হোসেন। এয়ারপোর্ট থানায় মামলা নং (জিআর-২৫১/২২)।
সেই মামলায় ২ নম্বর আসামি কালাম হোসেনের জামিন শুনানী হয় মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে। শুনানীতে অংশ নেন বাদি পক্ষের আইনজীবী সামসুজ্জামান জামান। শুনানী শেষে আদালত কালামের জামিন নামঞ্জুর করেন। 
 
এজলাস থেকে বেরিয়ে আসার পর অ্যাডভোকেট সামসুজ্জামানকে বাদি পক্ষের আইনজীবী হিসেবে সরে দাঁড়াতে এবং কুপিয়ে মারার হুমকী দেন মামলার ১ নং আসামি কামাল হোসেন। এক পর্যায়ে আরও দুই সহযোগী নিয়ে হামলার চেষ্টা করেন তিনি
ঘটনার সময় অন্য আইনজীবী মিলে কামালকে ধাওয়া দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে আদালত ভবনের সামন থেকে কোর্ট পুলিশ তাকে প্রথমে আটক করে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রপ্তার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে অ্যাডভোকেট জামান ব্যবস্থা গ্রহনে আদালতে লিখিত দিয়েছেন বলে জানিয়েছেন। 
 
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানিয়েছেন, গ্রেপ্তার আসামি কামালের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা রয়েছে। ভুক্তভোগী আইনজীবী অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। না হয় তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা করা হবে।
 
এমআর

এ জাতীয় আরো খবর

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, আসামী পলাতক

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, আসামী পলাতক

 কাউন্সিলর নিপু জামিনে মুক্ত

কাউন্সিলর নিপু জামিনে মুক্ত

বাসিয়া নদীর পুরনো সেতু ভেঙে ফেলায় এলজিডি নির্বাহী প্রকৌশলীসহ ৭ জনের বিরুদ্ধে রুল জারি

বাসিয়া নদীর পুরনো সেতু ভেঙে ফেলায় এলজিডি নির্বাহী প্রকৌশলীসহ ৭ জনের বিরুদ্ধে রুল জারি

 অবসরের ৩ বছর পার না হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না: হাইকোর্ট

অবসরের ৩ বছর পার না হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না: হাইকোর্ট

ফেঞ্চুগঞ্জে দোকান কর্মচারী সজল হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন  কারাদণ্ড

ফেঞ্চুগঞ্জে দোকান কর্মচারী সজল হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

সুবিদবাজারে ডাচ-বাংলার এটিএম বুথ থেকে ২৬ লাখ টাকা গায়েব

সুবিদবাজারে ডাচ-বাংলার এটিএম বুথ থেকে ২৬ লাখ টাকা গায়েব