বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ইংরেজী, ২৫ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

বন্যাদূর্গতদের মধ্যে মুফতী মুনীর উদ্দিনের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

২০২২-০৬-৩০ ০৫:২৫:৫০ /

বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলাম এর উদ্যোগে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় বন্যায় বিপর্যস্ত বিপন্ন মানুষের মধ্যে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন)সিলেট বিভাগের আমীর আব্দুল্লাহ রায়হান এর সভাপতিত্বে সংগঠনটির আমীর মুফতি মুনীর উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় শাল্লা উপজেলার মান্নানপুর,মুক্তারপুর,মেঘনা পাড়া,আটগাঁও, হাবিবপুর, গোপিথপুর, বাহাড়াসহ আশ- পাশের ১০/১২ টি গ্রামের বন্যাদূর্গতদের মধ্যে আমীরে জামাআতের নেতৃত্বে সংগঠনের দ্বায়িত্বশীলরা ট্রলার যোগে প্রত্যেকের বাড়ী বাড়ী এ উপহার পৌছে দেন। তন্মধ্যে কয়েক শতাধিক হিন্দু সম্প্রদায়ের মাঝে সংগঠনটির আমীর মুফতি মুনীর উদ্দিন নিজ হাতে উপহার তুলে দিয়ে বলেন,মানুষ মানুষের জন্য। আমরা খেয়ে দিন কাটাবো আর আপনারা অনাহারে থাকবেন এটা হতে পারেনা। তাই আমরা আপনাদের নিকট খাবার নিয়ে এসেছি। এটি ত্রান নয়, মানুষ মানুষের ভাই হিসাবে আমাদের পক্ষ থেকে উপহার। ইসলাম মানবতার ধর্ম আর ইসলাম আমাদের এ শিক্ষা দিয়েছেন।এসময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর বাড়ীর লোকজনদের পূনর্বাসনের আশ্বস্ত করে বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে ৩ শতাধিক পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা ঈদুল আজহা পরবর্তী এ কার্যক্রম শুরু করবো। এ কাজে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সামগ্রী নেওয়ার সময় স্থানীয় বৃদ্ধ অঞ্জলি বলেন, আল্লাহ আপনাদের বাঁচিয়ে রাখুক। এভাবে খুঁজে খুঁজে কেউ আমাদের কাছে কেউ সাহায্য নিয়ে আসেনি। আপনারাই প্রথম। স্থানীয় দিলীপ বিশ্বাস বলেন, হিন্দু মুসলিম বিভাজন না করে বানভাসিদের মধ্যে সার্বজনীনভাবে এ সহায়তা কার্যক্রম সর্বোচ্চ মানবিকতার দৃষ্টান্ত। ইসলাম ধর্ম আসলেই কল্যাণকামী ধর্ম। বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ক্বারী আঃ খালেক,আজহারুল ইসলাম মুফতি ফজলুল হক,জামাল হোসেন, নাজমুল,মাওলানা আল- আমিন, ময়মনসিংহ ইসলামী যুব তাবলীগের সভাপতি খায়রুল বাশার আব্দুল্লাহ, মাওলানা কামরুল ইসলাম, নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আল- আমিন প্রমূখ।

এ জাতীয় আরো খবর

সুনামগঞ্জে ট্রাক  সিএনজি সংঘর্ষে একজন  নিহত

সুনামগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে একজন নিহত

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

 সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা

সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা