বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ইংরেজী, ২৬ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

বিদ্যুৎহীন হাওরাঞ্চলে মোবাইল চার্জ দিতে জেনারেটরের দোকানে ভিড়

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

২০২২-০৬-২০ ০৭:১৮:৪৫ /

পাহাড়ি ঢল ও ভারী বর্ষনে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।এদিকে নেটওয়ার্ক না থাকায় মরার উপর খাড়ার ঘা। কারো সাথে যোগাযোগ করতে না পারায় বন্যায় কারো খবরাখবর নিতে না পারায় আতংকে বিরাজ করছে। নেটওয়ার্ক না থাকলও তাই বাধ্য হয়ে মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র চার্জ দিতে জেনারেটরের দোকানে ভিড় করছেন সাধারণ মানুষ। অনেকে এখন মোবাইল চার্জ দেওয়ার ব্যবসায় নেমেছেন। বিদ্যুৎ না থাকায় ডিজেল চালিত জেনারেটর দিয়ে বিভিন্ন মোবাইল ফোন-সহ বিভিন্ন ইলেকট্রিক যন্ত্র চার্জ দেওয়ার ব্যবসা শুরু হয়েছে জেলার তাহিরপুর উপজেলার আনোয়ারপুর, শ্রীপুর বাজার, গোলাবাড়ি, ছিড়িয়াগাও, মন্দিয়াতা, জয়পুর, ছিলানি তাহিরপুর, কামালপুর, তরং, কালাশ্রীপুর, নয়াবন্দ, নবাবপুর, মদনপুর, শিবরামপুর-সহ বিভিন্ন এলাকায় মোবাইল ফোনে চার্জ দিতে লম্বা লাইন পড়ছে। এদিকে জেলার নিম্নাঞ্চলের বন্যার পানি না নামা পর্যন্ত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে জামিয়েছেন পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা। তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তামিম হোসেন নামে এক মোবাইল চার্জারের দোকানদার বলেন, বিদ্যুৎ নেই। তাই জেনারেটরের মাধ্যমে মোবাইল ফোন, ব্যাটারি, চার্জার লাইটে চার্জ দেওয়ার ব্যবস্থা করেছি। এতে দিন শেষে হাজারখানেক টাকা লাভ হয়। মোবাইল ফোন বন্ধ থাকায় আনোয়ারপুর বাজারে দুদিন পর চার্জ দিতে এসেছেন আমিন রাহুল দ্রাবিড় সহ অনেকেরই। তারা জানান বন্যা চরম দুর্ভোগের এর মধ্যে নেই বিদ্যুৎ আবার নেট ও নেই কেন যোগাযোগ করতে পারছিনা কারে সাথে তাই মোবাইলে চার্জ করতে আসলাম। কিন্তু নেট নাই। উপজেলার শ্রীপুর বাজারের হৃদয় তালুকদার মোবাইল ফোন-সহ বিভিন্ন ইলেকট্রিক যন্ত্র চার্জ দিচ্ছেন। তিনি বলেন, প্রতিটি মোবাইল ফোনের চার্জ দিতে নিচ্ছেন ২০ টাকা, ইলেকট্রিক চার্জার লাইট নিচ্ছেন ১০টাকা। নেট না থাকাত গত কয়েক দিন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সবার সাথে কারো কোন খবর পাই নি। কালা শ্রীপুর গ্রামের নাঈম হাসান ২০ টাকা দিয়ে তার মোবাইল ফোনের ব্যাটারির চার্জ নিয়েছেন বলে জানান। তাহিরপুর পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম ইকরাম হেসেন জনি বলেন, তাহিরপুরের নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হওয়ায়। নৌযান চলাচলে ঝুকিপূর্ণ ও মানুষের জীবন নাশের আশঙ্কায় এসব এলাকার লাইনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরো খবর

সুনামগঞ্জে ট্রাক  সিএনজি সংঘর্ষে একজন  নিহত

সুনামগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে একজন নিহত

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

 সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা

সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা