শনিবার, ২৭ জুলাই ২০২৪ইংরেজী, ১২ শ্রাবণ ১৪৩১ বাংলা ENG

শিরোনাম : গবেষণা : শকুনের সংখ্যা কমায় বেড়েছে মানুষের মৃত্যুর হার ছাত্রদের সাথে মিশে তৃতীয় পক্ষ সিলেটে নাশকতা চালিয়েছে: এসএমপি কমিশনার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে শাবি শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের সঙ্গে বাক বিতন্ডা বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা আন্দোলনে নেমে দুষ্কৃতকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না: জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, ফুটো হয়ে গেছে কানের ওপরের অংশ লাফার্জহোলসিম'র টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা পরিদর্শণে নাসিক আমাদের সিলেট হলো সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত : ইসকন মন্দিরে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বিপিজেএ’র বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ইউসুফ আলী সংবর্ধিত নানা আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

মাইক্রোসফটে কাজ করার সুযোগ সিলেটের আরাফের

স্টাফ রিপোর্ট::

২০২২-০৬-০৪ ১৬:১৪:০৪ /

মাইক্রোসফটে প্রকৌশলী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন সিলেটের আরাফ আল জামি। তিনি বর্তমানে থাইল্যান্ডের একটি কোম্পানিতে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করছেন।

মাইক্রোসফটে কাজ করার সুযোগ পাওয়ায় আজ শনিবার আরাফকে শুভেচ্ছা জানায় বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। আরাফ এই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক ২০১৪ (ফল) বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরাফ আল জামির গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সুলতানপুরে। তার বাবা কায়েস আহমেদ সিলেটের জালালাবাদ গ্যাসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। মা জেসমিন সুলতানা বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

 

দীর্ঘদিন ধরেই তারা সিলেট নগরের কাজীটুলা এলাকার বাসিন্দা। আরাফ আল জামি গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার নিয়োগের চুক্তিপত্র তার হাতে পৌঁছেছে। শিগগিরই মাইক্রোসফটের আয়ারল্যান্ড কার্যালয়ে যোগ দেবেন। গত মার্চ মাসের শেষ সপ্তাহে মাইক্রোসফটের ওয়েবসাইটের মাধ্যমে তথ্য পেয়ে অনলাইনে আবেদন করেন। এরপর অনলাইনে লিখিত পরীক্ষা হয়।

এতে উত্তীর্ণ হলে ৭ এপ্রিল তিন পর্বে নেওয়া হয় মৌখিক পরীক্ষা। গত ২৯ এপ্রিল মাইক্রোসফটের প্রকৌশলী পদের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হন বলে জানান আরাফ। তিনি বলেন, ভিসাসহ যাবতীয় কাজ গুছিয়ে দ্রুতই কাজে যোগ দেবেন।

 

দুপুরে বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে আরাফকে শুভেচ্ছা জানানো উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে অভিনন্দন জানিয়ে ক্রেস্ট তুলে দেয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সৈয়দ রাগীব আলী, উপাচার্য কাজী আজিজুল মাওলা প্রমুখ।

সৈয়দ রাগীব আলী বলেন, আরাফের এই অর্জন অন্য বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে। উপাচার্য কাজী আজিজুল মাওলা বলেন, আরাফ লিডিং ইউনিভার্সিটির দূত হিসেবে কাজ করবেন। ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের আরও সুযোগ পাবেন বলে তাঁর আশা।

এ জাতীয় আরো খবর

বিজ্ঞানের যুক্তিতে মুখর সিলেট সরকারী অগ্রগামী বালিকা বিদ্যালয়: সমকাল জাতীয় বিজ্ঞান উৎসব

বিজ্ঞানের যুক্তিতে মুখর সিলেট সরকারী অগ্রগামী বালিকা বিদ্যালয়: সমকাল জাতীয় বিজ্ঞান উৎসব

ল্যানসেটের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় বাংলাদেশের সেঁজুতি

ল্যানসেটের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় বাংলাদেশের সেঁজুতি

বাংলাদেশি বিজ্ঞানী লামিয়া জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে

বাংলাদেশি বিজ্ঞানী লামিয়া জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে

মাইক্রোসফটে কাজ করার সুযোগ সিলেটের আরাফের

মাইক্রোসফটে কাজ করার সুযোগ সিলেটের আরাফের

বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিতে চায় ভুটান

বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিতে চায় ভুটান

  নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে