শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইংরেজী, ১৩ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

মৌলভীবাজারে কৃষককে কুপিয়ে হত্যা : আটক ৪

সিলেট সান ডেস্ক::

২০২২-০১-০৫ ১০:৩৮:১২ /

প্রতীকি ছবি

 


মৌলভীবাজারের বড়লেখায় এক কৃষককে  দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার তালিমপুর ইউনিয়নের খুঁটাউরা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন (৫৫) ওই গ্রামের মৃত ছখাওত আলীর ছেলে।

 

এদিকে, ঘটনার জেরে উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। হত্যার ঘটনায় অভিযুক্ত চারজনকে পুলিশ আটক করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে থেকে দুজনকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন- খুটাউরা গ্রামের হিফজুর রহমান, নাজিম উদ্দিন, ছফর উদ্দিন ও ছাদিকুর রহমান।


থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে তালিমপুর ইউপির খুটাউরা গ্রামের সাবেক ইউপি সদস্য বেলাল আহমদের ছেলে নয়ন আহমদ নৌশাদ বাড়ির পাশের রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। একই সময় এলাকার আরজান আলী কটাইর ছেলে ছাদিকুর রহমান ও ছফর উদ্দিন দ্রুত বেগে মোটরসাইকেল নিয়ে নৌশাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এসময় নৌশাদ প্রতিবাদ করলে তারা তাকে মারধর করেন। খবর পেয়ে নৌশাদের চাচা হেলাল উদ্দিন ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এদিকে, ঘটনার জেরে উভয়পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে শেখ ফরিদ, নয়ন আহমদ, শাহ আলম, রাজু আহমেদ, নাজিম উদ্দিন, হিফজুর রহমান, ছাদিকুর রহমান, ছফর উদ্দিনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত হেলাল উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।

 


সিলেট সান/এসএ

 

এ জাতীয় আরো খবর

জুড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

জুড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

যমজ সন্তানকে  হত্যা, মা আটক

যমজ সন্তানকে হত্যা, মা আটক

চতুর্থবারের মতো নির্বাচিত মন্ত্রী শাহাবউদ্দিন

চতুর্থবারের মতো নির্বাচিত মন্ত্রী শাহাবউদ্দিন

মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদ বেসরকারিভাবে নির্বাচিত

মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদ বেসরকারিভাবে নির্বাচিত

বড়লেখায় র‌্যা ‘র হাতে অজ্ঞান পার্টির ২ হোতা গ্রেপ্তার

বড়লেখায় র‌্যা ‘র হাতে অজ্ঞান পার্টির ২ হোতা গ্রেপ্তার

দ্বৈত নাগরিকত্ব: মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদের আপিল খারিজ

দ্বৈত নাগরিকত্ব: মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদের আপিল খারিজ