শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইংরেজী, ১৩ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

ছাতকে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১ : আহত ৫

ছাতক প্রতিনিধি::

২০২১-০৯-২৬ ০৯:১৮:০৪ /

সংঘর্ষের ঘটনায় নিহত মো. খসরু মিয়া

 

সুনামগঞ্জের ছাতক উপজেলায় একটি ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মো.খসরু মিয়া (৪৫) নামে একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত খসরু মিয়া উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের মৃত আলতই মিয়ার ছেলে। গত শনিবার রাতে জাহিরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জহিরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নুর মিয়ার একটি ডোবা থেকে খসরু মিয়া মাছ শিকার করতে গেলে তারই তালতো ভাই প্রতিবেশী মজু মিয়া বাঁধা দেয়। ওই মাছ শিকার করা নিয়ে খসরু মিয়ার সাথে একইদিন রাত সাড়ে ৮টায় মৃত আলফত মিয়ার ছেলে মজু মিয়ার বাকবিতন্ডার ঘটনা ঘটে।

এই ঘটনার জের ধরে অল্প কিছু সময় পরই মজু মিয়া পক্ষের লোকজন খসরু মিয়ার উপর হামলা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় খসরু মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন শেষ রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংঘর্ষে নিহত খসরু মিয়ার দুই ছেলেসহ অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, খসরু মিয়া মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের লোকজন গতকাল রোববার সকালেই বাড়ী-ঘর ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। খবর পেয়ে রোববার দুপুরে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মো.বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

থানার ওসি শেখ মো.নাজিম উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাকারী একে অপরের নিকট আত্মীয়। বিষয়টির ব্যাপারে খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

সুনামগঞ্জে ট্রাক  সিএনজি সংঘর্ষে একজন  নিহত

সুনামগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে একজন নিহত

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

 সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা

সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা