শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইংরেজী, ১৩ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রুল মডেল : পরিকল্পনামন্ত্রী

সিলেট সান ডেস্ক::

২০২১-০৯-২৪ ১১:০০:৩৯ /


শান্তিগঞ্জ সংবাদদাতা

পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান বলেছেন, সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলা পৌরসভায় রূপান্তরিত হবে। শীঘ্রই শান্তিগঞ্জ পৌরসভার কাজ বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী পাগলার মহাসিং নদী ও গনিগঞ্জে ব্রিজ নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় সব উন্নয়ন কাজ সম্পন্ন করার আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, ‘বাঙালি স্বাধীন জাতি। বাঙালিকে কেউ আর দমিয়ে রাখতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রুল মডেল। সারাবিশ্ব এখন আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান করে। আমরা এখন আর কারো কাছে মাথানত করব না। দেশের উন্নয়নে যা দরকার সব হবে।’

তিনি আরোও বলেন, ‘আমার মন্ত্রীত্বের লোভ নেই। আমার একমাত্র উদ্দেশ্য সাধারণ মানুষের সেবা করা। যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করে যাব। আমি আর কিছু চাই না। সুনামগঞ্জের হাওরে উড়াল সেতু হবে, সুনামগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত রেললাইন হবে। সুনামগঞ্জবাসীর উপকার হয় এমন সব কাজ হবে।’

ছাত্রলীগের উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তোমরা আদর্শ ঠিক রেখে চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ চালিয়ে যাবে। আমি সবসময়ই তোমাদের পাশে আছি। তোমরা যারা ছাত্রলীগ করো তারা আমার পরিবারের সদস্য। নিজেরা সবসময়ই ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা দেশের শত্রু তাদের প্রতিহত করতে হবে।’

উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন- পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, উপজেলা তাঁতি লীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন, পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আজাদ হোসেনসহ আরোও অনেকে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

সুনামগঞ্জে ট্রাক  সিএনজি সংঘর্ষে একজন  নিহত

সুনামগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে একজন নিহত

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

 সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা

সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা