মঙ্গলবার, ১৪ মে ২০২৪ইংরেজী, ৩১ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

সিসিকে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালিত

সিলেট সান ডেস্ক::

২০২১-০৮-১৫ ০২:৩৮:৪২ /

 

নানা কর্মসচীর মধ্যদিয়ে সিলেট সিটি কর্পোরেশনে পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

শনিবার (১৫ আগষ্ট) সকাল ১০ টায় সিলেট সিটি কর্পোরেশন চত্ত্বরে দিবস উপলক্ষে স্থাপিত  স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিরা শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সিলেট সিটি কর্পোরেশন চত্ত্বরে বৃক্ষরোপন করেন সিসিক মেয়র কাউন্সিলর ও কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর আজম খান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর মো. ইলিয়াসুর রহমান, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, সংরক্ষিত কাউন্সিলর সালমা সুলতানা, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী মো, নূর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সম্পত্তি কর্মকর্তা ও ভার প্রাপ্ত রাজস্ব কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, চীফ এসেসর চন্দন দাস, বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল খোকন, লাইসেন্স কর্মকর্তা আসাদুজ্জামান, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, মেয়রের ব্যক্তিগত সহকারী মো. মুহিবুল ইসলাম ইমন।

এদিকে, সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগরের মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

দুপুরে বঙ্গবন্ধুর কর্ম ও জীবনভিত্তিক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীরা মাসব্যাপি কালো ব্যাজ ধারণ কর্মসূচী পালন করছেন।  

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

ফুটপাত দখল করে ব্যবসা, সিসিকের জরিমানা

ফুটপাত দখল করে ব্যবসা, সিসিকের জরিমানা

 পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান

 পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান

দায়িত্বগ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত, মেয়র'র কৃতজ্ঞতা

দায়িত্বগ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত, মেয়র'র কৃতজ্ঞতা

কয়েল, মশারি কিছুই মানছে না মশা

কয়েল, মশারি কিছুই মানছে না মশা

শুরুতেই সুসংবাদ: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মেয়র আনোয়ারুজ্জামানের

শুরুতেই সুসংবাদ: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মেয়র আনোয়ারুজ্জামানের