শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইংরেজী, ১৩ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

মৌলভীবাজারে জোড়া লাগানো দুই শিশুর পাশে পুলিশ সুপার

সিলেট সান ডেস্ক::

২০২১-০৫-০৯ ০৬:০৩:১৮ /

মৌলভীবাজারে সদ্য জন্ম নেয়া শরীর জোড়া লাগানো যমজ কন্যাশিশুদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। তাদের উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতাল থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

শনিবার (৮ মে) মৌলভীবাজার বেসরকারি হাসপাতালে শরীর জোড়া লাগানো যমজ শিশুদের দেখতে যান পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। শিশুদের পিতার সাথে কথা বলে শরীর জোড়া লাগানো যমজ কন্যা ও তাদের মায়ের চিকিৎসার খোঁজ খবর নেন।

পুলিশ সুপার উন্নত চিকিৎসার জন্য যমজ কন্যাশিশুদের পিতা জুয়েল আহমদের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান, হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, এ বি এম মোজাহিদুল ইসলাম, ডিআইও (ওয়ান) মোহাম্মদ আবু তাহেরসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তা, কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ।

যমজ শিশুদের দরিদ্র পিতা জুয়েল আহমদ বলেন, চিকিৎসকরা জানিয়েছেন উন্নত চিকিৎসার মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব। যা এই হাসপাতালে সম্ভব নয়। তবে, উন্নত চিকিৎসার জন্য বড় অংকের টাকা ব্যয় হবে। নিজের স্বল্প আয় দিয়ে এ ব্যয় বহন করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। শরীর জোড়া লাগানো যমজ কন্যা শিশুদের কথা শুনে পুলিশ সুপার এসে দেখে গেছেন। আর্থিক সহায়তা করেছেন। আজ বেসরকারি হাসপাতাল থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

মেডিকেল অফিসার ডা. মো. শামীম আলম বলেন, আল্ট্রাসনোগ্রাম করে দেখতে হবে বাচ্চা দুটির হৃৎপিণ্ড এবং পাকস্থলী আলাদা কিনা। এগুলো আলাদা হলে অস্ত্রোপাচার করে তাদের পৃথক করা সম্ভব। তবে, যত দ্রুত সম্ভব ঢাকায় জাতীয় শিশু হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, গণমাধ্যমে সংবাদটি দেখে পরিবারের সাথে দেখা করেছি। তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন। তবে এই দরিদ্র পরিবারের পক্ষে খরচ বহন করা সম্ভব নয়। জেলা পুলিশের পক্ষে সামান্য আর্থিক সহায়তা করা হয়েছে। একইসাথে সমাজের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

জুড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

জুড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

যমজ সন্তানকে  হত্যা, মা আটক

যমজ সন্তানকে হত্যা, মা আটক

চতুর্থবারের মতো নির্বাচিত মন্ত্রী শাহাবউদ্দিন

চতুর্থবারের মতো নির্বাচিত মন্ত্রী শাহাবউদ্দিন

মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদ বেসরকারিভাবে নির্বাচিত

মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদ বেসরকারিভাবে নির্বাচিত

বড়লেখায় র‌্যা ‘র হাতে অজ্ঞান পার্টির ২ হোতা গ্রেপ্তার

বড়লেখায় র‌্যা ‘র হাতে অজ্ঞান পার্টির ২ হোতা গ্রেপ্তার

দ্বৈত নাগরিকত্ব: মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদের আপিল খারিজ

দ্বৈত নাগরিকত্ব: মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদের আপিল খারিজ