শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইংরেজী, ১৩ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

সাংবাদিক হত্যা : প্রতিবাদে গোলাপগঞ্জে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি::

২০২১-০২-২৩ ০৮:১৬:৩৩ /

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার ও বার্তা বাজার প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় পৌর শহরের চৌমুহনীতে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাওলানা এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ।

মানববন্ধনে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল আজিজ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহেদুর রহমান জাহেদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সাকিল, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, সাংবাদিক দেলোয়ার হোসেন মাহমুদ, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির প্রচার সম্পাদক অলিউর রহমান তামিম, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য ফাহিম আহমদ, জাবেদ আহমদ, দেলোয়ার হোসেন মান্না, সাংবাদিক মারজান আহমদ রিপন, আদনান আহমদ চৌধুরী, সামিল হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির হত্যার সাথে যারা জড়িত তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে  নিহত ২

কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে নিহত ২

দেবাশীষ দেবুর মায়ের মৃত্যুতে ইমজা শোক

দেবাশীষ দেবুর মায়ের মৃত্যুতে ইমজা শোক

পরলোকে সাংবাদিক দেবাশীষ দেবুর মা

পরলোকে সাংবাদিক দেবাশীষ দেবুর মা

জৈন্তাপুরে বজ্রপাতে ইমামের মৃত্যু

জৈন্তাপুরে বজ্রপাতে ইমামের মৃত্যু

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না