শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইংরেজী, ১৩ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

বিআইডিসিতে নাঈম খুন : ফোন দেওয়া সবুজ গ্রেফতার

স্টাফ রিপোর্ট:

২০২১-০১-২০ ১০:২৮:১৪ /

সিলেট শহরতলির শাহপরাণ থানাধীন খাদিম বিআইডিসি এলাকায় ছুরিকাঘাতে নাঈম আহমদ নিহত হওয়ার ঘটনায় তার বন্ধু দেলোয়ার হোসেন সবুজ (২২)-কে আটক করেছে পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) বিকালে তাকে আটক দেখানো হয়। এর আগে সকালে জিজ্ঞাসাবদের জন্য তাকে থানায় ধরে আনা হয়েছিলো।

 

আটক দেলোয়ার হোসেন সবুজ (২২) সিলেটের গোয়াইনাঘাট উপজেলার ফতেহপুরের বড়নগর গুলনি চা বাগানের লাল মিয়ার ছেলে। তিনি বর্তমানে শাহপরান এলাকার চামেলীবাগে বসবাস করেন।

 

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে জন্মদিনের কথা বলে নাঈমকে ঘর থেকে ডেকে নিয়ে যান সবুজ। সন্ধ্যায় সড়কের পাশ থেকে তার ছুরিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

 

সবুজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের।

 

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় এক অটোরিকশা চালকের কাছ থেকে খবর পেয়ে খাদিম বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামারের সড়কের পাশ থেকে নাইম (২০)-এর লাশ উদ্ধার করে শাহপরাণ থানা পুলিশ। পুলিশ নাঈমের প্যান্টের পকেট থেকে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে তার আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করে বিষয়টি অবগত করে। পরে আত্মীয়-স্বজনরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসে মৃতদেহটি শনাক্ত করেন।

 

নাঈমের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে দেলোয়ার হোসেন সবুজ ও রাব্বি ফোন করে নাঈমকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। একটি জন্মদনের পার্টির কথা বলে তাকে নিয়ে যায় তারা।

 

এমআরএম 

এ জাতীয় আরো খবর

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে  নিহত ২

কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে নিহত ২

দেবাশীষ দেবুর মায়ের মৃত্যুতে ইমজা শোক

দেবাশীষ দেবুর মায়ের মৃত্যুতে ইমজা শোক

পরলোকে সাংবাদিক দেবাশীষ দেবুর মা

পরলোকে সাংবাদিক দেবাশীষ দেবুর মা

জৈন্তাপুরে বজ্রপাতে ইমামের মৃত্যু

জৈন্তাপুরে বজ্রপাতে ইমামের মৃত্যু

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না