শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইংরেজী, ১৩ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

বড়দিনে উৎসবমুখর নয়াসড়ক গির্জায়

সিলেট সান ডেস্ক::

২০২০-১২-২৫ ১২:১৪:৩৯ /

সিলেটে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। করোনা সংক্রমণের কারণে এবার সীমিত পরিসরে পালিত হয় বড়দিন।

শুক্রবার (২৫) ডিসেম্বর)  বিকেলে নগরের নয়াসড়ক এলাকার সিলেট প্রেসবিটারিয়ান চার্চে গিয়ে দেখা যায় উৎসবমুখ পরিবেশ। খৃষ্ট সম্প্রদায়ের তরুণ-তরুণীরা চার্চে মেতেছেন উৎসবে।
 
জানা যায়, শুক্রবার সকাল ১০ টায় সম্মিলিত প্রার্থনার মাধ্যমে এ চার্চে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। এসময় করোনামুক্তির জন্য প্রার্থনা করা হয়। এরপর বড়দিন উপলক্ষ্যে কেক কাটা হয়। কেক কাটায় সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ অংশ নেন।

চার্চে তরুণ-তরুণীরা নিজেদের মত ঘুরে বেড়াচ্ছেন। ছবি তুলছেন। নয়াসড়ক খ্রিষ্টান টিলার প্রতিটি বাড়িতে বড়দিন উপলক্ষ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

বড়দিন উপলক্ষে নগরের নয়াসড়কে অবস্থিত সিলেট প্রেসবিটারিয়ান চার্চ সাজানো হয়েছে বর্ণিল সাজে।
প্রেসবিটারিয়ান চার্চ সূত্রে জানা যায়, সরকারের বিধি-নিষেধ অনুযায়ী কোভিড-১৯ এর কারণে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজের অনুষ্ঠানসমূহ স্থগিত করা হয়েছে। বড়দিন উপলক্ষে চার্চে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় প্রথম প্রহরের প্রার্থনা শুরু হয়। আর শুক্রবার সকাল ১০টায় ডিকন নিঝুম সাংমার পরিচালনায় বড়দিন উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা ও প্রার্থনা । প্রার্থনার পর বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।

নয়াসড়ক প্রেসবিটারিয়ান চার্চ কমিটির সভাপতি ডিকন নিঝুম সাংমা বলেন, ‘সরকারের নির্দেশনা মেনে এবার সীমিত পরিসরে আমরা বড়দিন উদযাপন করা হচ্ছে। প্রতিবছর খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়। তবে এবার করোনার কারণে এসব কিছু করা হয়নি।’


সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

 আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

 বর্ণমালার মিছিলের মধ্য দিয়ে সিলেটে ভাষার মাস বরণ

বর্ণমালার মিছিলের মধ্য দিয়ে সিলেটে ভাষার মাস বরণ

শুভ বড়দিন আজ

শুভ বড়দিন আজ

স্বাধীনতা সংগ্রামের পূর্ণতা প্রাপ্তির ঐতিহাসিক দিন আজ

স্বাধীনতা সংগ্রামের পূর্ণতা প্রাপ্তির ঐতিহাসিক দিন আজ

 আজ ১৫ ডিসেম্বর ‘সিলেট মুক্ত দিবস’

আজ ১৫ ডিসেম্বর ‘সিলেট মুক্ত দিবস’

শেখ রাসেল: জানার আছে অনেক কিছু

শেখ রাসেল: জানার আছে অনেক কিছু