
২০২৩-০৯-২৯ ১৪:২৫:৩৭ / Print
বঙ্গকন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সিলেট সিটি কর্পোরেশন'র নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে সুরমা ব্লকের কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মোঃ শাহিনুর আহমদ শাহীনের নেতৃত্বে মিলাদ ও দোয়া মাহফিল'র আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর যুবলীগ নেতা তানভীর, সাগর, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শেখ সুরুজ আলম, মোহাম্মদ গোলাম মোস্তফা, মো. মাহবুবুর রহমান রাঙ্গা, মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাউছার আহমদ, মো. মোবাশ্বির আলী, মোঃ. এমদাদ, মোহাম্মদ রিপন মিয়া, মোঃ মাসুদ করিম জুয়েল, সাবেক পুলিশ সদস্য হারুনুর রশিদ, শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ জামাল উদ্দিন।