২০২৩-০৯-২৯ ১২:৫৭:৫৯ / Print
হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে এক কিশোরীসহ দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শিমুলঘর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ছাতিয়াইন গ্রামের রুবেল মিয়ার মেয়ে সাদিয়া বেগম এবং একই গ্রামের সোহেল মিয়ার মেয়ে শান্তা বেগম। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন রহমত আলীর স্ত্রী শারমিন বেগম। নিহতরা চাচী ভাতিজি হন।
পুলিশ জানায়, শুক্রবার সকালে কিশোরী সাদিয়াসহ ওই তিনজন শিমুলঘর তাদের আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। বিকেলে বাড়ি ফেরার সময় ঝড়ের কবলে পড়েন তারা। এ সময় শিমুলঘর সড়কে বজ্রপাতে ওই তিনজন গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া ও শান্তাকে মৃত ঘোষণা করেন। থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে।