বুধবার, ৪ অক্টোবর ২০২৩ইংরেজী, ১৯ আশ্বিন ১৪৩০ বাংলা ENG

শিরোনাম : সিলেটে শিশু কিশোরদের খেলাধুলা পরিদর্শনে কানাডা হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারী উপশহর মাঠে মেলা না দিতে পররাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন ও উইমেনস চেম্বারকে হাইকোর্টের চিঠি মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী মুইজ্জু দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু সিলেট-৩ আসনে নৌকার মনোনয়নে বাস্তবমূখী উন্নয়নের এমপি হতে চান ডা. দুলাল দক্ষিণ সুরমায় ৩ মাসের শিশু চুরি, পুকুরে ফেলে হত্যা! প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সুরমা ব্লকের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবপুরে বজ্রপাতে প্রাণ গেল চাচী ভাতিজির, আহত ১ সিকৃবিতে প্রাধিকার'র জলাতঙ্ক দিবস পালন সিকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপিত

নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ

সিলেট সান ডেস্ক ::

২০২৩-০৮-২২ ০৮:২৮:৫১ /

Roshan Ershad. file image

জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্বে থাকা জি এম কাদের বর্তমানে ভারত সফরে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে নিজেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ।

রওশন এরশাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি তবে জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ সমকালকে বলেন, ‘ম্যাডামও এ বিষয়ে কিছু জানেন না।’ এই চিঠি রওশন এরশাদ দেননি বলে দাবি করেন তিনি।

জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের জীবদ্দশাতেই তার উত্তরাধিকারী কে হবেন তা নিয়ে বিরোধ চলছিল রওশন এরশাদ ও জিএম কাদেরের মধ্যে।

এরশাদের মৃত্যুর পর দেবর-ভাবীর বিরোধ প্রকটভাবে প্রকাশ্যে আসে। এরশাদের মৃত্যুর চার দিন পর জিএম কাদেরকে জাপার চেয়ারম্যান করা হয়। রওশন তা মেনে নিতে অস্বীকৃতি জানান।

এরশাদের মৃত্যুতে শূন্য বিরোধীদলীয় নেতার আসনে জিএম কাদের বসতে চাইলে, দেবর-ভাবির বিরোধে জাপা আরেক দফা ভাঙনের মুখোমুখি হয়। পরে দুই পক্ষের সমঝোতায় কাউন্সিল পর্যন্ত জিএম কাদেরকে চেয়ারম্যান পদে মেনে নেন রওশন।

বিনিময়ে রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হন। এরশাদের মৃত্যুতে শূন্য রংপুর-৩ আসনে জিএম কাদের সাদকে জাপার মনোনয়ন দেন এবং দলের যুগ্ম মহাসচিব করেন। পরে আবার জাপায় বিরোধ সৃষ্টি হয়।

রওশন এরশাদ দলের চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার কথা জানান। তবে রওশনের অনুসারীদের দলে গুরুত্বপূর্ণ পদ দিয়ে নিজের দিকে টেনে নিতে সক্ষম হন জিএম কাদের।

২০১৯ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত কাউন্সিলে রওশনের অনুপস্থিতিতে তাকে প্রধান পৃষ্ঠপোষক করে চেয়ারম্যান পদে বহাল থাকেন জিএম কাদের। গঠনতন্ত্র অনুযায়ী প্রধান পৃষ্ঠপোষক পদটি চেয়ারম্যানের ওপরে হলেও, আলঙ্কারিক পদ।

পরে রওশনকে বিরোধীদলীয় নেতার পদছাড়া করতে চেয়েও সরকারের কারণে পারেননি জি এম কাদের। স্পিকারের স্বীকৃতি পাননি। উল্টো রওশনপন্থীদের মামলায় আদালতের নিষেধাজ্ঞায় রাজনীতি থেকে দূরে চলে যেতে হয়েছে জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে।

পাঁচ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে গত ২৭ নভেম্বর দেশে ফেরেন রওশন। দুদিন পর তাঁর সঙ্গে দেখা করেন জি এম কাদের। কিন্তু তাতে বরফ গলেনি। বরং ৩০ নভেম্বর রওশনপন্থীদের আপিলে ফের নিষেধাজ্ঞায় পড়েন জি এম কাদের।

গত বছরের ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন রওশন। জি এম কাদেরও গিয়েছিলেন প্রধানমন্ত্রীর ডাকে। পরেরদিন রাতে আচমকাই রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন তাঁর অনুসারীরা। তবে ৪৫ মিনিটের ব্যবধানে ঘোষণাটি স্থগিতও করা হয়।

এ জাতীয় আরো খবর

 নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ

নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গ যাচ্ছেন প্রধানমন্ত্রী

ব্রিকস সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গ যাচ্ছেন প্রধানমন্ত্রী

 বৃহস্পতিবার উদ্বোধন  সার্বজনীন পেনশন কর্মসূচির

বৃহস্পতিবার উদ্বোধন সার্বজনীন পেনশন কর্মসূচির

বিদেশিদের তৎপরতায় জনগণকে বিচলিত না হওয়ার পরামর্শ  পররাষ্ট্রমন্ত্রীর

বিদেশিদের তৎপরতায় জনগণকে বিচলিত না হওয়ার পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর

আইআরআই’র জরিপ: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৭০ শতাংশ বাংলাদেশি

আইআরআই’র জরিপ: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৭০ শতাংশ বাংলাদেশি

মানহানির ক্ষেত্রে সাংবাদিকদের কারাদণ্ড নয়, থাকবে জরিমানার বিধান: আইনমন্ত্রী

মানহানির ক্ষেত্রে সাংবাদিকদের কারাদণ্ড নয়, থাকবে জরিমানার বিধান: আইনমন্ত্রী