
২০২৩-০৮-১০ ১০:৩৩:২৭ / Print
রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা ওই এলাকায় শিশু জন্মের খবরে একটি বাসায় গিয়ে টাকা দাবি এবং চাহিদা অনুযায়ী অর্থ না পেয়ে ভাঙচুর চালান বলে বৃহস্পতিবার মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভুঞা জানিয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– জুলি, তাহমিনা, রিয়া, মনি, নয়ন, বাবু, পাহাড়ী, জ্যোতি, সুমি ও সাগরিকা। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।
ওসি মাহফুজুল হক বলেন, মোহাম্মদপুর মোহাম্মাদিয়া হোমস লিমিটেড এলাকার একটি বাসায় গিয়ে চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগে তাদের নামে মামলা করেছেন মাসুদ রানা নামে এক ভুক্তভোগী। এর পরই তৃতীয় লিঙ্গের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী মাসুদ একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক। গত পাঁচ মাস আগে তাদের একটি পুত্র সন্তান হয়। এরপর থেকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
এর জন্য তারা মাঝেমধ্যেই বাসার নিচে আসতেন, কিন্তু নিরাপত্তাকর্মীদের জন্য বাসায় প্রবেশ করতে পারতেন না। সর্বশেষ গতকাল সকাল ১১টার দিকে জুলি, রিয়াসহ অন্তত ২৫ জন বাসায় নিচে এসে নিরাপত্তা কর্মী জাহিদ ও শহিদুলের ওপর হামলা চালান।
পরে তারা বাসায় প্রবেশ করে টাকা দাবি করেন। এ সময় মামলার বাদী মাসুদ প্রতিবাদ করলে তার ওপরেও হামলা করা হয়। খবর পেয়ে মিরপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্তদের ১০ জনকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যান।