
২০২৩-০৭-১৮ ১৫:২১:৫৭ / Print
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের চারদিন পর বাবুল মিয়া (৪৬) নামের এক যুবকের হাত পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রঘুনন্দন জগদীশপুর সংরক্ষিত বন থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাবুল মিয়া নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের ছায়েব আলীর ছেলে। নিহতের পরিবার ও পুলিশ জানান, গত ১৫ জুলাই সকালে বাবুল মিয়া গরু চরাতে রঘুনন্দন পাহাড়ে যায়। সন্ধ্যার দিকে গরুগুলো ফিরে এলেও বাবুল মিয়া বাড়িতে ফিরে আসেনি।
এ ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা বেগম ১৭ জুলাই মাধবপুর থানায় নিখোজঁ ডায়েরি করেন। এরইমধ্যে মঙ্গলবার সকালে পাহাড়ি শ্রমিকরা বনে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে বাবুলের স্ত্রী মাহমুদা বেগম মরদেহটি তার স্বামী (বাবুলের) হিসেবে শনাক্ত করেন। মাধবপুর থানার এসআই মানিক কুমার সাহা বলেন, ‘হাত পা বাঁধা অবস্থায় মরদেহটি পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।