
২০২৩-০৬-২৪ ০৪:৪৬:৪৯ / Print
ফরিদপুরের ভাঙ্গায় একটি অ্যাম্বুলেন্সে আগুনের ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ১১টার দিকে ভাঙ্গার মালিগ্রাম ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ মাদারীপুর জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। তিনি জানান, ধারণা করা হচ্ছে, সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগার পরে কোনো কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়।
এতে ৭ জন নিহত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আগুনে মরদেহ পুড়ে যাওয়ায় নিহতের সংখ্যা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
পরে এ বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভাঙ্গা স্টেশনের সাব-অফিসার রনেন্দ্রনাথ চৌধুরী জানান, অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা সবাই এক পরিবারের।