
২০২৩-০৫-২৩ ০৫:২৪:০১ / Print
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৬লাখ টাকার ভারতীয় চিনি ও শাড়ী কাপড়সহ আলাল হোসেন খাঁন ও আফজাল নামে দুইজনকে আটক করেছে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার ধনপুর ইউনিয়নের মধ্যনগর গ্রাম থেকে মালামালসহ দুজনকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিত্বে আলাল হোসেন খানের চৌচালা টিনের ঘরের ভিতরে ইন্সপেক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই পংকজ দাশ,মাহমুদুল হাসান, এএসআই মোজাম্মেল হক, কনেষ্টবল চন্দন দেব, আদিলুর রহমান,
আরিফিন চৌধুরী সহ বিশেষ অভিযান পরিচালনা করে মধ্যনগর গ্রামের আবুল হোসেন খানের ছেলে আলাল হোসেন খান (৪৩) ও জামাল হোসেন খানের ছেলে আফজাল হোসেন খানের কাছে রক্ষিত
৫০ কেজির ৬৮ বস্তায় মোট ৩৪০০ কেজি ভারতীয় চিনি ও ৬৮ পিছ ভারতীয় শাড়ীকাপড় সহ তাদেরকে আটক করা হয়।
সুনামগঞ্জ ডিবি পুলিশের ওসি নন্দন কান্তি ধর জানান,জব্দ করা ৩ হাজার ৪শত কেজি চিনির বাজার মূল্য ৪,৭৬,০০০ টাকা ও ৬৮ পিছ ভারতীয় শাড়ী কাপড়ের বাজার মূল্য অনুমান ১,০২,০০০টাকা। আটককৃত বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।