
২০২৩-০৫-১০ ২২:৩৪:৩৮ / Print
সিলেট নগরীতে এক নারীর মালামাল ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক রিকশা চালককে ছুরিকাঘাত করা হয়েছে। এসময় জনতা ধাওয়া করে ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে। ।বুধবার (১০ মে) রাত ১০টার দিকে নগরের শিবগঞ্জ খাঁরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারীরা হচ্ছে- রিয়ান, শফিক ও সুমন।স্থানীয়রা জানান, একটি সিএনজি চালিত অটোরিকশায় (সিলেট-থ-১২-৫৭৭৬) যাত্রীবেশে ছিনতাইকারীরা এক নারীর জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টা করে। এর্টি দেখে এক রিকশা চালক বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।
স্থানীয়রা সিএনজি চালিত অটোরিকশাসহ ৩ ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দেয়।
এদিকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত রিকশা চালককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।
এ ব্যাপারে সোবহানীঘাট ফাঁড়ি ইনচার্জ (এসআই) শামীম আহমদ বলেন, ‘জনতার কবল থেকে ৩ ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।’