
২০২৩-০৫-০৪ ১৯:৩৫:১৪ / Print
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন এ কমিটি ঘোষণা করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হল রুমে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় তিনি এই কমিটি ঘোষণা করেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে মহানগর আওয়ামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, কো-চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী,
সদস্য সচিব মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান।
এছাড়াও প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে সদস্য সচিব ঘোষণা করা হয়। পাঁচ সদস্যের এই কমিটি পরবর্তী সময়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
সেই কমিটিতে মহানগর আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে অন্তর্ভূক্ত করা হবে।