বৃহস্পতিবার, ২ মে ২০২৪ইংরেজী, ১৯ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

শিরোনাম : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে বিসিএ'র মতবিনিময় সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ডা. খলিলুর রহমানের গণসংযোগ সিলেটে আজ থেকে শুরু হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ইসি আনিছুর রহমান: নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না ব্রিটিশ-বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহবান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ এপিবিএন সিলেট এর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন বাংলাদেশী কর্মীদের ভিসা সহজ করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

বিএনপির লন্ডনের পরিকল্পনা কোনদিন সফল হবে না: ওবায়দুল কাদের

সিলেট সান ডেস্ক ::

২০২৩-০৪-০২ ০৫:১৭:৪৫ /

নির্বাচন নিয়ে বিএনপি গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরবিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‌‘নির্বাচন আগে হোক বা পরে হোক, বিএনপির ভরাডুবি অনিবার্য। লন্ডনের পরিকল্পনা আর সফল হবে না।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও গ্রন্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংদেশের ইতিহাসের নির্মাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার ইতিহাস একদিকে বীরত্বের, অন্যদিকে বিশ্বাসঘাতকতার ইতিহাস। জিয়াউর রহমানের বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে ইতিহাসের কলঙ্ক রচনা হয়। ১৫ আগস্টের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের উৎসাহদাতা ও মাস্টারমাইন্ড জিয়া।

’ জিয়া বিজয় দিবস, স্বাধীনতা দিবস, জয় বাংলাকে নির্বাসনে পাঠানোসহ ৭ মার্চের ভাষণ বন্ধ করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘ইতিহাসের অবাঞ্চিত সত্য নিয়ে আমাদেরও ... আছে। ২১ আগস্টের মাস্টারমাইন্ড জিয়ারই বংশধর।’

গণতন্ত্রের জন্য বিএনপির সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যাকে হত্যা করতে চেয়েছে, তাদের শোকে দেখতে গিয়েছে শেখ হাসিনা। আজও দণ্ডপ্রাপ্ত খালেদাকে (খালেদা জিয়া) মানবিকতা দেখিয়ে বাসায় থাকতে দিয়েছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ।

কারণ, তারা নিজেদের নেত্রীকেই মুক্ত করতে পারে না।’ ‘দণ্ডপ্রাপ্ত তারেক হরহামেশাই অনলাইনে মিটিং করছে, তবুও বলে স্বাধীনতা নেই’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রতিদিন পত্রিকার পাতা খুললেই কিছু কিছু পত্রিকায় দেখা যায়, সরকারবিরোধী ও সরকার সমালোচিত সংবাদ, তবুও বলে স্বাধীনতা নেই।’

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আবারও গণঅভ্যুত্থানের হুঙ্কার ছেড়েছে। অথচ তাদের গণঅভ্যুত্থানে ৫০০ থেকে ৭০০ লোকের উপস্থিতি, এটাই নাকি অভ্যুত্থান?’ তিনি বলেন, ‘ফখরুল এখনো গণঅভ্যুত্থান আন্দোলনের নামে দিবাস্বপ্ন দেখছে।

যতই আন্দোলনের স্বপ্ন দেখুন জনগণ আপনাদের সঙ্গে নেই। যে আন্দোলনে জনগণ থাকে না সে আন্দোলন কখনো গণঅভ্যুত্থান হতে পারে না।’ সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির আন্দোলনে জনগণ তো দূরে থাক নেতাকর্মীদের সংখ্যাও কমছে।

বিএনপি গণআন্দোলন থেকে নিরব পদযাত্রায়, তারপর মানববন্ধন, এখন অভ্যুত্থান, এটাও থেমে যাবে। কারণ, কোমর ভাঙা দল কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারে না।

’ ব্লুমবার্গের মতো আন্তর্জাতিক গণমাধ্যমও শেখ হাসিনার প্রশংসা করে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অথচ বাংলাদেশের কিছু গণমাধ্যম শেখ হাসিনার সমালোচনা করে অনলাইনগুলো কি কি কাজ করে, তবুও নাকি স্বাধীনতা নেই।’

‘মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীসহ আন্তর্জাতিক অঙ্গনের ব্যক্তিবর্গ শেখ হাসিনার প্রশংসা করে। অথচ বাংলাদেশের কিছু মানুষ প্রশংসা করতে জানে না, জানে সমালোচনা ও গালি দিতে’, যোগ করেন ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। এর আগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ জাতীয় আরো খবর

তাপমাত্রা বাড়লেই বেড়ে যায় লোডশেডিং

তাপমাত্রা বাড়লেই বেড়ে যায় লোডশেডিং

জিম্মি বাংলাদেশি জাহাজে সশস্ত্র আরও জলদস্যু, পরিস্থিতি উদ্বেগজনক

জিম্মি বাংলাদেশি জাহাজে সশস্ত্র আরও জলদস্যু, পরিস্থিতি উদ্বেগজনক

জলদস্যুদের কবলে জিম্মি নাবিকদের উদ্ধারে বৈঠক ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

জলদস্যুদের কবলে জিম্মি নাবিকদের উদ্ধারে বৈঠক ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

আজ পবিত্র শবেবরাত

আজ পবিত্র শবেবরাত

২১ গুণীজনের হাতে ‘একুশে পদক-২০২৪’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

২১ গুণীজনের হাতে ‘একুশে পদক-২০২৪’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর