শনিবার, ৪ মে ২০২৪ইংরেজী, ২১ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

শিরোনাম : বিয়ানীবাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত এসএসসির ফল প্রকাশ ১২ মে গ্যাস সংকটে বন্ধ শাহজালাল সার কারখানা, চালু নিয়ে অনিশ্চয়তা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে বিসিএ'র মতবিনিময় সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ডা. খলিলুর রহমানের গণসংযোগ সিলেটে আজ থেকে শুরু হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ইসি আনিছুর রহমান: নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না ব্রিটিশ-বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহবান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

গোলাপগঞ্জে মিথ্যাচার অভিযোগ এনে দুই ব্যক্তির বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, গোলাপগঞ্জ

২০২৩-০৩-২২ ০৮:৫৪:৫৬ /

গোলাপগঞ্জে ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ ফকিরটুল গ্রামের মকসুদুর রহমান ওরফে বাবুল মুহুরী ও তার ভাই মাহবুবুর রহমান ফানু কর্তৃক ইউপি সদস্য শেখ নিশাদ হোসেন ও বিশিষ্ট মুরব্বি সমাজসেবী সৈয়দ মুদাব্বির হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মিথ্যাচারের অভিযোগ এনে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য শেখ নিশাদ হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৮মার্চ সিলেটে একটি সংবাদ সম্মেলন করেন মকসুদুর রহমান ওরফে বাবুল মুহুরী ও তার ভাই মাহবুবুর রহমান ফানু। তারা এই সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য উপস্থাপন করে।

এরপর কয়েকটি অনলাইন ও কয়েকটি পত্রিকায় "মুক্তিযোদ্ধার সন্তানদের বাড়ির সীমানা ভেঙ্গে দেয়া হয়েছে" শিরোনামে যে মিথ্যা, বানোয়াট, অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা ২নং ওয়ার্ডবাসী অনেক দিন থেকে পূর্বভাগের ফকিরটুল-লক্ষণাবন্দ রাস্তা পাকাকরণের দাবি জানিয়ে আসছিল।

 

এর পরিপেক্ষিতে সিলেট -৬ আসনের এমপি জননেতা নুরুল ইসলাম নাহিদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় ৩কোটি ৭৭লাখ টাকা ব্যায়ে রাস্তাটি পাকাকরণের কার্যাদেশ পায় এলজিইডি বিভাগ।

নুরুল ইসলাম নাহিদ এমপি এই রাস্তাটির কাজের উদ্বোধন করেন। বিপত্তি দেখা দেয় রাস্তার প্রশস্থতা নিয়ে। চাহিদা অনুযায়ী রাস্তার প্রস্থ ছিল সংকীর্ণ।

সমস্যা সমাধানে এলাকাবাসী তথা রাস্তা সংশ্লিষ্ট সকল সুবিধাভোগী এগিয়ে আসেন। গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় পূর্বভাগ ফকিরটুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরো ওয়ার্ডবাসীকে নিয়ে এক সভার আয়োজন করা হয়।

ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার সহ দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ সেখানে উপস্থিত হন। শুধু উপস্থিত ছিলেন না বাবুল মুহুরী বা তার পরিবারের কেউ।

এ সভার এজেন্ডা ছিল এলাকার সর্বস্তরের জনগণের উক্ত মহতি কাজে সম্পৃক্ত করে সুবিধাভোগী ব্যক্তিবর্গের কাছ থেকে তাদের ভূমি নিয়ে রাস্তার প্রস্থ ১৫ ফুট করে উভয় পার্শ্বে ড্রেনের ব্যবস্থা করা।

যাতে করে তাদের টিলা বাড়ির পানি সুষ্ঠু নিষ্কাশন হয়ে রাস্তার ক্ষতি সাধন না করে। সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এ কাজে সাড়া দেন। তাদেরকে আশ্বস্ত করা হয়, এলাকার ধনাঢ্য ব্যক্তিবর্গের সহযোগিতায় যাদের গার্ড ওয়াল ভাঙ্গা হবে তা পূনঃনিমার্ণ করে দেওয়া হবে।

এলাকার সকল প্রবাসী ও ধনাঢ্য ব্যক্তিবর্গ এ ফান্ড আয়োজনে স্বতঃস্ফূর্ত সাড়া দেন। সভায় সকলের অংশগ্রহণে ১টি বাস্তবায়ন কমিটি করা হয়। যার প্রধান উপদেষ্টা ইউপি চেয়ারম্যান শামীম আহমদকে রেখে এবং আহবায়ক করা হয় ২নং ওয়ার্ড মেম্বারকে।

এদিকে বাবুল মুহুরী সভায় উপস্থিত না থাকায় ব্যক্তিগত ভাবে কমিটির পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হলে প্রয়োজনে তার বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে উন্নয়ন কাজ সহায়তার আশ্বাস দেন।

কিন্তু যখন রাস্তার কাজ শুরু হয় তখন বাবুল মুহুরী দেয়াল ভেঙ্গে দিতে অপারগতা প্রকাশ করেন। বাস্তবায়ন কমিটি ও উপদেষ্টা কমিটি বার বার তার কাছে গিয়েও তিনি দেয়াল ভাঙ্গায় রাজি হননি।

 

এক পর্যায়ে এলাকাবাসী বাবুল মুহুরীর দেয়াল ভেঙ্গে রাস্তার কাজের জন্য বের হন। এসময় তিনি উপস্থিত থাকলেও কোন বাধা প্রদান করেননি।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, বাবুল সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে দুজন ব্যক্তিকে উদ্দেশ্য করে যে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান করে, তাদের একজন সৈয়দ মুদাব্বির হোসেন। তিনি সমাজের একজন সম্মানিত ব্যক্তি ও সমাজসেবক ও বায়োজৈষ্ট ব্যক্তি।

তিনি একজন শালীস বিচারক ও সম্মানিত ব্যক্তি দানশীল ও পরোপকারী এবং শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের সদস্য ও বর্তমান পূর্ব ভাগ ফকিরটুল জামে মসজিদের সম্মানিত সভাপতি।

তিনি সব সময় বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দান খয়রাত করে থাকেন। পাশাপাশি এলাকার গরীব দুঃখী ও এলাকার বিভিন্ন উন্নয়নে সাহায্য সহযোগিতা করে থাকেন। পূর্বভাগ ফকিরটুল রাস্তার কাজ শুরু হলে তিনি একটি জায়গার জন্য ৩ ডিসিমেল ভূমি দান করেন এবং তার নির্মিত ওয়াল ভেঙ্গে দেন।

এছাড়াও তার ছেলে সৈয়দ মোতাহার হোসেনকে দিয়ে ১৫লক্ষ টাকার অনুদান দেওয়ার ঘোষণা করান। তাকে হেয় ও প্রতিপন্ন করতে ব্যক্তিগত আক্রোশ চরিতার্থের জন্য বাবুল মুহুরী যে অশালীন মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ কটুক্তি করেছে আমরা তার জোর প্রতিবাদ জানাই।

 

সৈয়দ মোদাব্বির হোসেন বৃদ্ধ শারীরিক বিভিন্ন জঠিল রোগে রোগাক্রান্ত হওয়ায় হাটাচলা করাও তারপক্ষে সম্ভব নায়, সেখানে এলাকার কোন লোকের সাথে তারপক্ষে লাগালাগি বা জোরপূর্বক জমি দখল করার অভিযোগ নিছক একটি মিথ্যাচার।

বাবুল মুহুরী সংবাদ সম্মেলনে তার মৌখিক বক্তব্যে উল্লেখ করেছেন, সৈয়দ মোদাব্বির হোসেনের ছেলে সৈয়দ মোতাহার হোসেন কর্তৃক বাবুল মুহুরীর ওয়াল ভাঙ্গা শর্তে ১০ লক্ষ টাকার অনুদানের ঘোষণা করেছেন এবং মিটিংয়ের রেজুলেশন কপি তার কাছে আছে উল্লেখ করেছেন।

এটা ডাহা মিথ্যাচার ছাড়া কিছু নয়৷ উন্নয়নের কাজের প্রারম্ভেই অন্যান্য ব্যক্তিবর্গের অনুদানের ঘোষণার সাথেই তিনিই সর্বপ্রথম এত বড় অনুদানের আশ্বাস ও দু তৃতীয়াংশ টাকা ইতিমধ্যে ফান্ডে জমা দেওয়ায় জনগণের ওয়াল নির্মাণ ও বাড়ির ওয়াল নির্মাণের কাজ শুরু করা সম্ভব হয়েছে।

আমরা বাবুল আহমদের এরম মিথ্যাচারের ধিক্কার জানাই লিখিত বক্তব্যে আরো বলা হয়, তার আক্রোশের শিকার ইউপি সদস্য শেখ নিশাদ হোসেন। সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধেও বাবুল মুহুরী মিথ্যাচার করেছেন। তার নাকি গুন্ডাবাহীনী রয়েছে। আমরা এই মিথ্যাচারে প্রতিবাদ জানাই।

লিখিত বক্তব্য তিনি আরো বলেন, বাবুল মুহুরী একজন খারাপ লোক। তিনি আপন একমাত্র বোনেরও সম্পত্তি আত্মসাতের চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন সময় এ বিষয়ে বিচার শালীস ও মামলা মোকাদ্দমা হয়েছে। এছাড়াও বাবুল মুহুরী প্রতিবেশি আব্দুল জলিল জোয়ারদারের পারিবারিক গোরস্থান দখল ও মার্কেটে আবর্জনা ফেললে তার বিরুদ্ধে থানায় একটি মামলার চার্জশীটও হয়েছে।

বাবুল মুহুরীর বিরুদ্ধে জায়গা আত্মসাৎ সহ নানআ অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে যা বলে শেষ করা যাবেনা। লিখিত বক্তব্যে, এলাকাবাসীর তার এসব অপকর্মের শাস্তি একটা করেন।

সংবাদ সম্মেলনে সৈয়দ মোদাব্বির হোসেন, আলহাজ্ব ময়নুল হক, এহতেশাম আবেদীন চৌধুরী, মইন উদ্দিন মজনু, হেলাল উদ্দিন হেলু, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন, এহিয় সাদেক চৌধুরী, আফরুজ আহমদ সহ এলাকার কয়েক শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

 

এ জাতীয় আরো খবর

সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু

সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 ইসি আনিছুর রহমান: নির্বাচনে  কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না

ইসি আনিছুর রহমান: নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না

আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে  নিহত ২

কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে নিহত ২