শনিবার, ৪ মে ২০২৪ইংরেজী, ২১ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

শিরোনাম : বিয়ানীবাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত এসএসসির ফল প্রকাশ ১২ মে গ্যাস সংকটে বন্ধ শাহজালাল সার কারখানা, চালু নিয়ে অনিশ্চয়তা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে বিসিএ'র মতবিনিময় সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ডা. খলিলুর রহমানের গণসংযোগ সিলেটে আজ থেকে শুরু হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ইসি আনিছুর রহমান: নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না ব্রিটিশ-বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহবান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

সিলেটে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্ট ::

২০২৩-০১-২৫ ১১:৩৩:১৯ /

সিলেটে ছাত্রলীগের সাবেক এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নাম বাবলু মিয়া।

তিনি সিলেট নগরীর আখালিয়া এলাকার ধানুকাটারপাড় গ্রামের সিকন্দর মিয়ার ছেলে। তিনি ছাত্রলীগ কর্মী ছিলেন।

এরআগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে তাকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি হাসপাতালে ভর্তি করে রেখে পালিয়ে যায়। তবে এসময় তারা বাবলু সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলে উল্লেখ করে।

নিহত বাবলু মিয়া খামার ব্যবসা করতেন। তার পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, বাবলুর লাশ বর্তমানে ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাবলুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাবলুর মামা নুরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ একটি ফোন আসে তার ফোনে। বলা হয়- ভাগনা (বাবলু) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।

তাকে ওরা ওসমানী হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে যাই এবং তার চিকিৎসার ব্যবস্থা করি।

তবে যারা ভর্তি করেছিলো তারা পালিয়ে যায়। পরে আজ (বুধবার) বেলা আড়াইটার দিকে বাবলু মারা যায়।

তিনি আরও জানান, বাবলুর শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে। যারা তাকে ফোন দিয়েছিলো তাদের কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন।

বাবলুকে মারধর করে হত্যা করা হয়েছে বলে দাবি তার।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘নিহতের পরিবারের লোকজন থানায় এসে জানিয়েছেন।

তবে হাসপাতাল থেকে ‘সড়ক দুর্ঘটনায় আহত হয়ে’ ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ জাতীয় আরো খবর

সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু

সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 ইসি আনিছুর রহমান: নির্বাচনে  কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না

ইসি আনিছুর রহমান: নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না

আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে  নিহত ২

কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে নিহত ২