শনিবার, ৪ মে ২০২৪ইংরেজী, ২১ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

শিরোনাম : বিয়ানীবাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত এসএসসির ফল প্রকাশ ১২ মে গ্যাস সংকটে বন্ধ শাহজালাল সার কারখানা, চালু নিয়ে অনিশ্চয়তা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে বিসিএ'র মতবিনিময় সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ডা. খলিলুর রহমানের গণসংযোগ সিলেটে আজ থেকে শুরু হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ইসি আনিছুর রহমান: নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না ব্রিটিশ-বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহবান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

কমিটি ঘোষণার দাবিতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় অবরুদ্ধ : ছাড়িয়ে নিলেন কেন্দ্রীয় নেতারা

সিলেট সান ডেস্ক::

২০২২-১২-০৪ ১৫:৪০:২২ /

কমিটি ঘোষণার দাবিতে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান জয়কে অবরুদ্ধ করেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টায় রাজধানীর নিউমার্কেট এলাকায় মিরপুর সড়কে এ ঘটনা ঘটে। পরে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত তিন নেতা রাত ১২টার দিকে কমিটি দেওয়ার আশ্বাস দিয়ে জয়কে ছাড়িয়ে নিয়ে আসেন।

এদিকে ছাত্রলীগ নেতাকর্মীরা সড়ক অবরোধ করায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ছাত্রলীগ সভাপতিকে অবরুদ্ধ করার খবর পেয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ঘটনাস্থলে যান।

তাঁরা ঢাকা কলেজ ছাত্রলীগ নেতাদের আশ্বাস দেন, এখন শেষ সময়ে কমিটি দেওয়া সম্ভব নয়। নতুন কমিটি এলে ঢাকা কলেজের কমিটি দেওয়া হবে। পরে নেতাকর্মীরা অবরোধ তুলে নেন। এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী ফিরোজ হোসেন বলেন, 'আমরা সবাই মিলে কমিটির জন্য জয় ভাইকে অনুরোধ জানিয়েছি। দীর্ঘদিন ধরে আমরা রাজনীতি করছি।

এখনও যদি কমিটি না হয়, তাহলে কেমনে হবে। আমরা দাবি করেছি, ৫ ডিসেম্বরের মধ্যে কমিটি দিতে। কমিটি না হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।' আরেক পদপ্রত্যাশী ফুয়াদ হাসান বলেন, 'দীর্ঘদিন ধরে ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি দেওয়া হচ্ছে না।

ছয় বছর আগে তিন মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছিল।' ঢাকা কলেজ ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয় ২০১৬ সালের ১৭ নভেম্বর। এই কমিটি তিন মাসের জন্য করা হয়। এর পর আর নতুন নেতৃত্ব দেখেনি ঢাকা কলেজ শাখা। ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা কলেজের সামনে ও সায়েন্স ল্যাবরেটরি এলাকায় মিরপুর সড়ক অবরোধ করে রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ছাড়া শাহবাগ থেকে কারওয়ান বাজারের দিকের রাস্তা মেট্রোরেলের কাজের জন্য রাতে বন্ধ ছিল। ফলে ওই সড়কের গাড়িও মিরপুর সড়ক হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু অবরোধের কারণে রাত ১২টা পর্যন্ত ওদিকে যানবাহন চলাচল করতে পারেনি।

ফলে হাতিরপুল, এলিফেন্ট রোড, পান্থপথ, শাহবাগ এলাকায় ব্যাপক যানজট হয়। রাত ১২টার দিকে অবরোধকারীরা সড়ক থেকে সরে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে থাকে

এ জাতীয় আরো খবর

বিএনপির সোমবারের হরতাল পিছিয়ে ১৯ ডিসেম্বর

বিএনপির সোমবারের হরতাল পিছিয়ে ১৯ ডিসেম্বর

শফিউল আলম চৌধুরী নাদেল ওসমানী বিমানবন্দরে সংবর্ধিত

শফিউল আলম চৌধুরী নাদেল ওসমানী বিমানবন্দরে সংবর্ধিত

আবারও বিজয়ী হবে আওয়ামী লীগ প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

আবারও বিজয়ী হবে আওয়ামী লীগ প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

সিলেট-২ আসনে নৌকার মনোনয়ন চাইলেন জগলু চৌধুরী

সিলেট-২ আসনে নৌকার মনোনয়ন চাইলেন জগলু চৌধুরী

আবারও ৪৮ ঘন্টার অবরোধ ডাকল বিএনপি

আবারও ৪৮ ঘন্টার অবরোধ ডাকল বিএনপি

সিলেটে সম্মেলনে এমপি ফখরুল: দেশের মানুষ জাতীয় পার্টির উন্নয়নের কথা ভুলে নি

সিলেটে সম্মেলনে এমপি ফখরুল: দেশের মানুষ জাতীয় পার্টির উন্নয়নের কথা ভুলে নি