শনিবার, ১১ মে ২০২৪ইংরেজী, ২৮ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

এসএস‌সি '৯৪ ব্যাচের সহপাঠীরা সি‌লে‌টে এক‌ত্রিত হবে ২৪ ডিসেম্বর

সিলেটসান ডেস্ক::

২০২২-১১-০৮ ২২:৩৩:১১ /

ব্যাচ' আগামী ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার প্রথমবা‌রের ম‌তো সারাদেশের এসএস‌সি '৯৪ ব্যাচের সহপাঠীরা সি‌লে‌টে এক‌ত্রিত হ‌চ্ছেন। সিলেটের এসএস‌সি'৯৪ ব্যা‌চের সহপাঠী‌ বন্ধু‌দের আ‌য়োজ‌নে দিনব্যাপী এ মিলন‌মেলা দ‌ক্ষিণসুরমার ময়ুরকু‌ঞ্জে অনুষ্ঠিত হ‌বে।

অনুষ্ঠা‌নের প্রধান সমন্বয়ক তাহ‌মিদুল হাসান জা‌বেদ জানান, এসএসসি ৯৪ ব্যা‌চের সহপাঠীরা দে‌শের বি‌ভিন্নস্থা‌নে মিলন‌মেলার আ‌য়োজন ক‌রলেও সি‌লে‌টে কখনও এ আ‌য়োজন হয়‌নি।

প্রথমবা‌রের ম‌তো ‌সি‌লে‌টের এ আ‌য়োজন‌কে ঘি‌রে তাই সহপাঠী‌দের‌ উচ্ছ্বাসের শেষ নেই। সারা‌দে‌শের সহপাঠী বন্ধু‌দের‌কে আহবান জানা‌নো হ‌য়ে‌ছে। এই সম‌য়ে ৩‌দি‌নের ছু‌টি থাকায় ই‌তিম‌ধ্যে দে‌শের বি‌ভিন্ন প্রা‌ন্তের প্রায় সহস্রা‌ধিক সহপাঠী বন্ধু সারা দি‌য়ে‌ছেন ব‌লে জা‌বেদ জানান।

অনুষ্ঠা‌নের অন্যতম আ‌য়োজক তাহ‌মিম দেওয়ান ব‌লেন, এ‌টি হ‌বে এসএস‌সি ব্যাচ ৯৪ এর সব থে‌কে বড় উৎসবমুখর এবং প্রাণবন্ত আ‌য়োজন। এই অনুষ্ঠানস্থ‌লে প্র‌বে‌শের পর ৯৪ এর বন্ধু‌দের রবীন্দ্রনাথের এক‌টি গা‌নের কথা ম‌নে পড়‌বে- আমরা সবাই রাজা আমা‌দের এই রাজার রাজ‌ত্বে।

ইংল্যান্ড থে‌কে এ আ‌য়োজ‌নে নিবন্ধন ক‌রে‌ছেন র‌বিন রায়। তি‌নি ব‌লেন, ক‌বে কার সা‌থে দেখা হ‌য়ে‌ছিল ম‌নে নাই। সি‌লে‌টের এই আ‌য়োজ‌নে স্কু‌লের বন্ধুরা এক‌ত্রিত হ‌বে। দেখা হ‌বে। তাই দে‌শে আস‌ছি।

ইংল্যান্ড থে‌কে আজম কো‌রেশী, সা‌দিক বাবুলসহ অ‌নে‌কে। নিবন্ধন ক‌রে‌ছেন। অ‌স্ট্রে‌লিয়া থে‌কে আস‌ছেন‌ জ্যো‌তিষ দাশ জয়, তি‌নি ব‌লেন স্কুল পরবর্তী ক‌লেজ জীব‌নের কা‌ছের বন্ধু‌দের সা‌থে আড্ডা দেওয়ার সু‌যোগটা সমন্বয় ক‌রেই দে‌শে আস‌ছি।

সি‌লে‌টের সহপাঠী মি‌হির মোহন ব‌লেন সারা‌দে‌শের ৯৪ ব্যা‌চের সহপাঠী বন্ধু‌রা এক‌ত্রিত হ‌বে শো‌নেই আমি একসাই‌টেড। সুনামগঞ্জ জেলার জামালগ‌ঞ্জ স্কু‌লের ছাত্র অ্যাড‌ভো‌কেট আ‌মিনুর র‌শিদ চৌধুরী ব‌লেন, প্রায় ২৯ বছর আ‌গে পরীক্ষা দি‌য়ে‌ছি। দেখা নেই তাই অ‌নে‌কের নামই ম‌নে কর‌তে পা‌রিনা। সি‌লে‌টের এই আ‌য়োজ‌নে জামালগ‌ঞ্জের বন্ধুরা এক‌ত্রিত হ‌বে। দেখা হ‌বে।

মৌলভীবাজা‌রে বেসরকা‌রি সংস্থায় কাজ ক‌রেন খন্দকার শহীদুল ইসলাম। ব‌লেন এ অনুষ্ঠা‌নে অংশ‌ নি‌চ্ছেন একটা দিন কৈ‌শো‌রের সোনা‌লি দিনগু‌লো‌তে ফি‌রে যাবার আশায়।

ঢাকার সহপাঠী আ‌তিক দ‌র্জি ব‌লেন কতবারই সি‌লেট ভ্রমণ ক‌রে‌ছি। এবার যা‌বো সি‌লে‌টের ৯৪ ব্যা‌চের সহপাঠী বন্ধু‌দের দেখ‌তে। 'বন্ধু কী খবর বল! এক‌ত্রে ৯৪ ব্যাচ' শি‌রোনা‌মে সি‌লে‌টের এ আ‌য়োজ‌নে অংশ নি‌তে নিবন্ধ‌নের শেষ সময় ৩০ ন‌ভেম্বর ২০২২।

এ জাতীয় আরো খবর

একজন সেলিম আহমেদ ও তার মানবতা

একজন সেলিম আহমেদ ও তার মানবতা

এসএস‌সি '৯৪ ব্যাচের সহপাঠীরা সি‌লে‌টে এক‌ত্রিত হবে ২৪ ডিসেম্বর

এসএস‌সি '৯৪ ব্যাচের সহপাঠীরা সি‌লে‌টে এক‌ত্রিত হবে ২৪ ডিসেম্বর

টেক জায়ান্ট ইনফোসিসে ইয়ুথ ডেলিগেশনের মুগ্ধতা

টেক জায়ান্ট ইনফোসিসে ইয়ুথ ডেলিগেশনের মুগ্ধতা

পদ্মা সেতু ও বাংলাদেশ সেনাবাহিনী

পদ্মা সেতু ও বাংলাদেশ সেনাবাহিনী

স্মরণ : বদর উদ্দিন আহমদ কামরানের অভাব 'অনুভব' করেন নগরবাসী

স্মরণ : বদর উদ্দিন আহমদ কামরানের অভাব 'অনুভব' করেন নগরবাসী

বীরের সঙ্গে, বীরবন্ধুর দেশ ভারতের মেঘালয়ে

বীরের সঙ্গে, বীরবন্ধুর দেশ ভারতের মেঘালয়ে