রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ইংরেজী, ১৫ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

শিরোনাম : সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ডা. খলিলুর রহমানের গণসংযোগ সিলেটে আজ থেকে শুরু হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ইসি আনিছুর রহমান: নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না ব্রিটিশ-বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহবান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ এপিবিএন সিলেট এর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন বাংলাদেশী কর্মীদের ভিসা সহজ করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে নিহত ২ সুনামগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে একজন নিহত

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস পালন

সিলেটসান ডেস্ক::

২০২২-০৮-১৫ ০৯:১৬:৪৩ /

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে দিনব্যাপী কর্মসূচী পালন করা হয়।

দিনের কর্মসূচি শুরু হয় সকালে শোক র‍্যালি ও পুস্পস্তপক অর্পণের মধ্য দিয়ে। জাতীয় শোক দিবসের যথাযথ ভাবগাম্ভীর্য ও সম্মান প্রদর্শনের মধ্যদিয়ে অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সমন্বয়ে শোক র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

শোক র‍্যালি প্রতিষ্ঠানের শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। পুষ্পস্তবক অর্পণের পরপরই অধ্যক্ষ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঘুরে দেখেন।

এরপর অডিটরিয়ামে শুরু হয় শোক দিবসের পরবর্তী কার্যক্রম। প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী প্রজ্ঞা পারমিতা রায়-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক ইমদাদুল হক যোবায়ের।

১৯৭৫ সালে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারে সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর শুরু হয় বঙ্গবন্ধুর জীবনী ও বহুমাত্রিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন দশম বিজ্ঞান শাখার শিক্ষার্থী রিফাহ হাসিব, একাদশ মানবিক শাখার শিক্ষার্থী নিশাত জাহান এবং প্রভাষক মো. মাসুদুর রহমান।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল হামদ ও নাতে রাসুল পরিবেশনা এবং সম্মিলিত কবিতা আবৃত্তি। হামদ পরিবেশন করে তোফা রোদসি ও নাতে রাসুল পরিবেশনা করে তানভির এলাহি শাফি।

এরপর অডিটোরিয়ামের এলইডি স্ক্রিনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর নির্মিত ‘সোনালি দিনগুলো’ ও ‘মানবিক বঙ্গবন্ধু’ শিরোনামে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। কোমলমতি শিক্ষার্থীরা তথ্যনির্ভর প্রামাণ্যচিত্র দুটি উপভোগের মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারে এবং নিজেকে স্বদেশপ্রেমে উজ্জীবিত করার প্রয়াস খুঁজে পায়।

জাতীয় শোকদিবস উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হামদ, নাত, কবিতা আবৃত্তি, রচনালিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ কুদ্দুসুর রহমান পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন এরিয়া সদরদপ্তর সিলেট এর প্রতিনিধি জিএসও-২ (শিক্ষা) মেজর মোঃ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালী জাতির জন্য বটবৃক্ষ।

যাঁর ছায়ায় আমরা পেয়েছি ভরসা, অর্জন করেছি স্বাধীনতা আর দেখেছি স্বপ্নের স্বাধীন সার্বভৌম সোনার বাংলা। তিনি নতুন প্রজন্ম শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনী থেকে শিক্ষা নিয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বিশ্বের সামনে আমাদের একটি মর্যাদাসম্পন্ন জাতি হিসেবে পরিচিত করতে হবে। অনুষ্ঠানের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের প্রভাষক বিপ্লব কুমার সরকার এবং সমন্বয় করেন উপাধ্যক্ষ মোঃ আবদুল হান্নান।

এ জাতীয় আরো খবর

 ইসি আনিছুর রহমান: নির্বাচনে  কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না

ইসি আনিছুর রহমান: নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না

আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে  নিহত ২

কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে নিহত ২

দেবাশীষ দেবুর মায়ের মৃত্যুতে ইমজা শোক

দেবাশীষ দেবুর মায়ের মৃত্যুতে ইমজা শোক

পরলোকে সাংবাদিক দেবাশীষ দেবুর মা

পরলোকে সাংবাদিক দেবাশীষ দেবুর মা