বৃহস্পতিবার, ২ মে ২০২৪ইংরেজী, ১৯ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

শিরোনাম : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে বিসিএ'র মতবিনিময় সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ডা. খলিলুর রহমানের গণসংযোগ সিলেটে আজ থেকে শুরু হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ইসি আনিছুর রহমান: নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না ব্রিটিশ-বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহবান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ এপিবিএন সিলেট এর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন বাংলাদেশী কর্মীদের ভিসা সহজ করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

মুহিত বলেছিলেন "শ্রীভূমে ফিরব শিগগির"......

সুজিত দাস::

২০২২-০৪-৩০ ১৯:৪৩:২০ /

পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরে বাবা ‘হাফিজ উদ্দিন আহমেদ’ এর জন্মদিন পালন করতে চেয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী, রাজনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক আবুল মাল আবদুল মুহিত। মার্চে সিলেট এসে তিনি বলেছিলেন শ্রীভূমে ফিরব শিগগির। এমনকি এপ্রিলেই ফিরবেন বলে জানিয়েছিলেন গণমাধ্যমকেও। আর কিছুদিন ধরে ভাই বোন সবাইকে বলতেন তোমরা সবাই আমার সঙ্গে বাড়ি যাবে। সেই স্বজনদের নিয়ে বাড়ি ফেরা হয়েছে তাঁর। তবে প্রাণবন্ত নয়; কফিনবন্দী, নিথর, নিষ্প্রাণ হয়ে। শনিবার রাত পৌণে ১০টার দিকে ঢাকা থেকে সড়ক পথে তাঁর লাশবাহী ফ্রিজিং গাড়ি হাফিজ কমপ্লেক্সে পৌঁছায়। রাতভর নিজ বাসভবনেই থাকবে মুহিতের লাশ। অন্যদিকে আজ রোববার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে রাখা হবে তাঁর লাশ। দুপুর ২টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে তাঁর সর্বশেষ জানাজা। পরে সিলেট নগরীর রায়নগরস্থ ডেপুটি বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বরেণ্য এই অর্থনীতিবিদকে। তাঁর মৃত্যুতে সিলেট জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুই দিনের শোক ঘোষণা করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। গতকাল শনিবার গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) মুহিতের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় তাঁর ২য় জানাজা। এ সময় এক প্রতিক্রিয়ায় আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই সাবেক সচিব ড. এ কে আবদুল মুবিন বলেন, ‘ভাই অসুস্থ থাকাকালীন প্রায়ই বলতেন, ‘আমি এপ্রিলে বাড়ি যাব। তোমরা সবাই আমার সঙ্গে বাড়ি যাবে। বাড়ি গিয়ে আমি বাবার জন্মদিন পালন করব।’ এ কথা শুনে অবাক হতেন মুহিতের ভাইয়েরা। ড. মুবিন বলেন, আমরা ভাইকে বলেছি, ‘বাবার জন্মদিন তো জুনে। এপ্রিলে কেন তার জন্মদিন পালন করবে?’ তারপরও তিনি বারবার বলতেন, আমি এপ্রিলেই বাড়ি যাব। তোমরা আমার সঙ্গে যেও।’ ড. মুবিন বলেন, ‘আমরা তখন বুঝতে পারিনি, তিনি হয়তো বুঝতে পেরেছিলেন। তিনি হয়তো বুঝে গিয়েছিলেন, এপ্রিল মাসেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করবেন। ঠিক ঠিক সেই এপ্রিল মাসেই তিনি বাড়ি ফিরে চলেছেন।’ এদিকে, গুলশানে আজাদ মসজিদে জানাজা শেষে তার লাশ নিয়ে যাওয়া হয় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে। সব শ্রেণিপেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে মরদেহ রাখা হয়। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানান। পরে মরদেহ নিয়ে সিলেটের পথে রওনা দেন পরিবারের সদস্যরা। জন্মভূমি সিলেটেই বাবা-মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হবেন দেশবরেণ্য এই অর্থনীতিবিদ। তবে তাঁর দ্বিতীয় জানাজা সংসদ প্লাজায় হওয়ার কথা থাকলেও প্রস্তুতি না থাকায় জানাযা হয়নি। দলীয় নেতা-কর্মীরা জানান, গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা থেকে সড়ক পথে তাঁর লাশবাহী ফ্রিজিং গাড়ি হাফিজ কমপ্লেক্সে পৌঁছায়। লাশের সাথে ছিলেন-তার ছোট ভাই ড. এ কে আব্দুল মুবিন, এএসএ মুঈজ সুজন ও ছেলে সাহেদ মুহিতসহ পরিবারের সদস্যবৃন্দ। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, জাতীয় অধ্যাপক ড. শাহলা খাতুন, শিপা হাফিজাসহ পরিবারের অন্য সদস্যবৃন্দ বিমানযোগে সিলেটে এসে পৌঁছেন। হাফিজ কমপ্লেক্সে মুহিতের লাশ গ্রহণ করেন-এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ, জেলা প্রশাসক মো: মজিবর রহমান, পুলিশ সুপার মো: ফরিদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সিলেট মহানগর সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত নেতাকর্মী এবং ভক্ত অনুরাগীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এর আগে শনিবার সন্ধ্যার পর থেকেই হাফিজ কমপ্লেক্সে জড়ো হতে থাকেন সিলেটের বিভিন্ন পর্যায়ের সচেতন মানুষ। তারা লাশের অপেক্ষায় শোকাহত চিত্তে প্রহর গুনছিলেন তারা। রাত সাড়ে ৯টার দিকে সামনের রাস্তা পর্যন্ত ভিড় করতে থাকেন তারা। তাদের অনেকেই শোকে কাতর, কেউ কেউ পাথর। কেউ কেউ নীরবে অশ্রু মুছছিলেন। এদিকে, সাবেক অর্থমন্ত্রী ও ভাষা সংগ্রামী এএমএ মুহিতের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের দু’দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল শনিবার দুপুরে নগরীর হাফিজ কমপ্লেক্সে জেলা ও মহানগর আওয়ামী লীগের জরুরী সভায় বসেন দলীয় নেতৃবৃন্দ। তারা দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো.জাকির হোসেন বলেন, যেহেতু সামনে ঈদ তাই কালো ব্যাজ ধারণসহ আমরা দু’দিনের শোক কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছি। আজ রোববার দুপুর ১২টায় সকল স্তরের জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে দুপুর ১২টায় মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হবে। সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রায়নগরস্থ ডিপ্টি বাড়িতে মরহুমের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তার লাশ দাফন করা হবে। অপরদিকে, ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে এএমএ মুহিতের জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গতকাল শনিবার দুপুর থেকে মাঠ প্রস্তুতির কাজ দ্রুত শুরু করে সিলেট সিটি কর্পোরেশন(সিসিক)। শ্রমিকদের মাটি ফেলে মাঠ পরিষ্কার করতে দেখা যায়। রাতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ মাঠ পরিদর্শন করেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই কিংবদন্তি সদস্য আবুল মাল আবদুল মুহিত। তাঁর মৃত্যুতে সিলেটজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরো খবর

সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু

সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 ইসি আনিছুর রহমান: নির্বাচনে  কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না

ইসি আনিছুর রহমান: নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না

আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে  নিহত ২

কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে নিহত ২