রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ইংরেজী, ১৫ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

শিরোনাম : সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ডা. খলিলুর রহমানের গণসংযোগ সিলেটে আজ থেকে শুরু হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ইসি আনিছুর রহমান: নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না ব্রিটিশ-বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহবান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ এপিবিএন সিলেট এর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন বাংলাদেশী কর্মীদের ভিসা সহজ করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে নিহত ২ সুনামগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে একজন নিহত

পাকিস্তানে পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ায় সাংবিধানিক সংকটের আশঙ্কা

সিলেট সান ডেস্ক ::

২০২২-০৪-০৩ ১৭:৫৮:১৪ /

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে গতকাল রবিবার (৩ এপ্রিল) পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা। পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ায় এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। সেই সরকার জাতীয় নির্বাচনের আয়োজন করবে। তবে অনাস্থা প্রস্তাব বাতিল করে পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ায় দেশটিতে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে। গতকাল দেশটির প্রধান বিচারপতির এক পর্যবেক্ষণে এই আশঙ্কা তৈরি হয়েছে। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল বলেছেন, জাতীয় পরিষদ ভেঙ্গে দেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর যেকোনো আদেশ ও কার্যক্রম আদালতের আদেশ মোতাবেক হতে হবে। আজ সোমবার সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি হবে বলে তিনি জানান। ইতিমধ্যে পাকিস্তানের সকল রাজনৈতিক দলের কাছে নোটিশ পাঠানো হয়েছে। গতকাল পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা ছিল। ভোটাভুটিতে তার পরাজয় নিশ্চিত মনে করা হচ্ছিলো। কিন্তু অধিবেশন শুরুর পর বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব বাতিল করে দেন ডেপুটি স্পিকার কাসিম সুরি। তিনি বলেন, এই অনাস্থা প্রস্তাব পাকিস্তানের সংবিধানের ৫ অনুচ্ছেদের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এ নিয়ে বিরোধীদের প্রতিবাদে পার্লামেন্টে বিশৃঙ্খলা তৈরি হয়। বিরোধীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানায়। এর কিছুক্ষণ পরই জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইমরান খান বলেন, তিনি প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার পরামর্শ দিয়েছেন। অনাস্থা প্রস্তাব বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ডেপুটি স্পিকার বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পরিবর্তনের চেষ্টা প্রতিহত করেছেন। ইমরানের ভাষণের কিছু সময় পরই পার্লামেন্ট ভেঙ্গে দেন প্রেসিডেন্ট আলভি। আলজাজিরার এক খবরে বলা হয়েছে, আপাতত সরাসরি ক্ষমতাচ্যুত হওয়া থেকে বেঁচে গেল ইমরানের সরকার। তবে এর মাধ্যমে পাকিস্তানে আবারো রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি হলো। গত শুক্রবার এক সাক্ষাতকারে ইমরান খান বলেছিলেন ‘এস্টাবিলিশমেন্ট’ বা সেনাবাহিনী তাকে তিনটি উপায়ের একটি বেছে নিতে বলেছে। এগুলো হলো- অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া, পদত্যাগ করা অথবা আগাম নির্বাচন দেওয়া। ইমরান খান বলেছিলেন, আগাম নির্বাচনই বেছে নিতে চান। শেষ পর্যন্ত তিনি সেটিই করেছেন। প্রসঙ্গত, পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী তার মেয়াদ পূর্ণ করতে পারেননি। বিবিসির এক খবরে বলা হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনীর সহায়তায় ইমরান খান ক্ষমতায় এসেছিলেন বলে মনে করা হয়। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কের অবনতি ঘটেছে বলে পর্যবেক্ষকরা বলছেন। তার রাজনৈতিক বিরোধীরা সেই সুযোগ কাজে লাগিয়েছে। তার জোট সরকারের বেশ কয়েকটি শরিক দল বিরোধীদের সঙ্গে যোগ দিয়েছে। তবে পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার পর পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তাদের কিছুই করার নেই। অনাস্থা প্রস্তাব বাতিল কেন? একাধিকবার পার্লামেন্ট মুলতুবি হওয়ার পর গতকাল রবিবার ফের অধিবেশন শুরু হয়। তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী দাবি করেন, সরকারকে উৎখাত করতে বিদেশি শক্তি ষড়যন্ত্র করছে। গত ৭ মার্চ একটি প্রভাবশালী দেশে পাকিস্তানের রাষ্ট্রদূতকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। তাতে একাধিক দেশের প্রতিনিধি যোগ দিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল যে, ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করা হচ্ছে। তিনি বলেন, এই অনাস্থা প্রস্তাবের পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে। তাই এই প্রস্তাব সংবিধানের ৫ অনুচ্ছেদের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। ফাওয়াদের যুক্তি মেনে নেন ডেপুটি স্পিকার। পাকিস্তানের সংবিধানের পাঁচ অনুচ্ছেদ (রাষ্ট্রের প্রতি আনুগত্য বজায় রাখা প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য) লঙ্ঘনের যুক্তি দেখিয়ে অনাস্থা প্রস্তাব বাতিল করে দেন তিনি। ডেপুটি স্পিকার জানান, ৮ মার্চ যে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছিল, তা আইন এবং সংবিধান মোতাবেক হওয়া উচিত। বিদেশি শক্তি ষড়যন্ত্র করে কোনও নির্বাচিত সরকারকে ফেলে দেবে, সেটার অনুমতি দেওয়া উচিত নয়। অনাস্থা প্রস্তাব বাতিলের পর ডেপুটি স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় বিরোধী দলগুলো। বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ বলেছেন, অনাস্থা ভোট বাতিলের সিদ্ধান্ত বড় ধরনের বিশ্বাসঘাতকতা। সংবিধান লঙ্ঘনের জন্য চরম পরিণতি ভোগ করতে হবে। সংবিধান সমুন্নত রাখতে সুপ্রিম কোর্ট ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাকিস্তানের জ্যেষ্ঠ আইনজীবী খাজা হারিস আলজাজিরাকে বলেন, আদালত সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক বলে ঘোষণা করবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আদালত স্পিকারকে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দিতে পারে। পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, আমরা সংবিধানের লঙ্ঘন মেনে নেব না। তবে ইমরানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত আদালতে নেওয়া উচিত নয়। আমার মনে হয়, আমাদের সামনে অগ্রসর হওয়া উচিত। তিনি বলেন, দুই-তিনদিনের মধ্যে বিরোধী দলের নেতাদের কাছে চিঠি যাবে। অন্তবর্তী সরকারে কারা থাকবেন সেজন্য তাদের কাছে নাম চাওয়া হবে। এদিকে ইমরান বিরোধী দলগুলোকে আগাম নির্বাচনের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহবান জানিয়েছেন। অপরদিকে আইনি লড়াইয়ে গেলেও বিরোধীরা নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন বিলাওয়াল ভুট্টো। প্রসঙ্গত, পাকিস্তানের সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকারকে অনাস্থা প্রস্তাব পাবার সাত দিনের মধ্যে ভোটাভুটি করতে হয়। গত কয়েক সপ্তাহের মধ্যে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে অনেকটা ঝড় বয়ে গেছে, যার ধারাবাহিকতায় ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) বেশ কয়েকজন সদস্য দল ত্যাগ করেন। ফলে ইমরানের পরাজয় নিশ্চিত হয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে অনাস্থা ভোট বাতিলের মাধ্যমে ইমরান খান তার ‘মাস্টার স্ট্রোক’ খেলে আপতত সরকার বাঁচালেন বলে মনে করছেন

এ জাতীয় আরো খবর

 ব্রিটিশ-বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহবান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

ব্রিটিশ-বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহবান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

বাংলাদেশী কর্মীদের ভিসা সহজ করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর

বাংলাদেশী কর্মীদের ভিসা সহজ করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর

ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

ফিলিস্তিন ইস্যু: কানাডার পার্লামেন্টে যুগান্তকারী প্রস্তাব পাস

ফিলিস্তিন ইস্যু: কানাডার পার্লামেন্টে যুগান্তকারী প্রস্তাব পাস

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী পুতিন

থামছে না যুদ্ধ: হাসপাতালে বিয়ে দুই ফিলিস্তিনি চিকিৎসকের

থামছে না যুদ্ধ: হাসপাতালে বিয়ে দুই ফিলিস্তিনি চিকিৎসকের