বৃহস্পতিবার, ২ মে ২০২৪ইংরেজী, ১৮ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

শিরোনাম : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে বিসিএ'র মতবিনিময় সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ডা. খলিলুর রহমানের গণসংযোগ সিলেটে আজ থেকে শুরু হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ইসি আনিছুর রহমান: নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না ব্রিটিশ-বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহবান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ এপিবিএন সিলেট এর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন বাংলাদেশী কর্মীদের ভিসা সহজ করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

খেলাফত মজলিস সিলেট মহানগরীর প্রীতি সমাবেশে

সিলেট সান ডেস্ক::

২০২২-০২-২৬ ১১:৫১:৩৭ /

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, “দেশ আজ নানামুখী সমস্যায় জর্জরিত। দ্রব্যমুল্যের নির্দয় লাগামহীনতায় দেশের মানুষের কষ্টের সীমা নেই। সামগ্রিক পরিস্থিতির অবনতি এত বিপদজনক হয়েছে যে, মানুষের নিরাপদে বাঁচা কিংবা নিরাপদ মৃত্যু কোনটারই আজ গ্যারান্টি নেই।’’

আজ (২৬ ফেব্রুয়ারি শনিবার) বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন দায়িত্বশীলদের নিয়ে খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখা আয়োজিত প্রীতি সমাবেশে তিনি আরো বলেন, জনগণের স্বার্থে, সময়ের প্রয়োজনে, মানুষের প্রকৃত মুক্তির পথ ইসলামের সুমহান সৌন্দর্য মানুষের অন্তরে পৌঁছাতে হবে।  

সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক তাজুল ইসলাম হাসানের পরিচালনায় উক্ত প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দীন আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এ এ তাওসিফ, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য হাফিজ মাওলানা নুরুজ্জামান, প্রিন্সিপাল সৈয়দ মুহিবুর রহমান, সিলেট জোন সহকারী ইনচার্জ প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম, সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলী।

পবিত্র মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের সহ-সভাপতি হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, সিলেট মহানগর সহ-সভাপতি মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা রওনক আহমদ, ডা. ফয়জুল হক, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম জাকারিয়া, জেলা সহ-সভাপতি ক্বারী মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলায়াস, মাওলানা মুখলিসুর রহমান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ।

প্রীতি সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কানাডা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল হক, যুক্তরাজ্য লন্ডন মহানগীর সহ-সভাপতি হাফিজ মাওলানা আব্দুর রাজ্জাক,  ব্রাষ্টার শাখার সাধারণ সম্পাদক আব্দুল গণি, রিয়াদ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল জলিল, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিষ্টার হাফিজুল ইসলাম সায়েম, মালেয়েশিয়া প্রবাসী মাওলানা মনছুরুল হাসান জাকারিয়া, সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমান, জাবেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, বায়তুলমাল সম্পাদক মাসুদ আহমদ, ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিল, খেলাফত মজলিস সিলেট মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম চৌধুরী, উলামা সম্পাদক মাওলানা ওলিউর রহমান, পাঠাগার সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা কাওছার আহমদ চৌধুরী প্রমুখ।

 

বক্তারা বলেন, বিশ্বব্যাপী মুসলমানরা ইসলামের স্বর্ণোজ্জ্বল আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে গোটা দুনিয়ায় আজ আদর্শিক সংকট তৈরী হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য  জনসাধারণের কাছে দাওয়াতে দ্বীনের কাজকে সম্প্রসারণ করতে আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। সত্য ও ন্যায়ের পথে আমাদেরকে কথা বলতে হবে। মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ডাকতে হবে।

সিলেটসানডটকম-এবিসি

 

এ জাতীয় আরো খবর

সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ডা. খলিলুর রহমানের গণসংযোগ

সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ডা. খলিলুর রহমানের গণসংযোগ

সিলেটে আজ থেকে শুরু হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ

সিলেটে আজ থেকে শুরু হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ

এপিবিএন সিলেট এর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

এপিবিএন সিলেট এর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

 বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কাজ করতে আগ্রহী লাফার্জহোলসিম

বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কাজ করতে আগ্রহী লাফার্জহোলসিম

ওসমানীতে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

ওসমানীতে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

ইলিয়াস আলীর সন্ধান দাবিতে স্মারকলিপি ও দোয়া মাহফিল  করেছ সিলেট জেলা বিএনপি

ইলিয়াস আলীর সন্ধান দাবিতে স্মারকলিপি ও দোয়া মাহফিল করেছ সিলেট জেলা বিএনপি