বৃহস্পতিবার, ২ মে ২০২৪ইংরেজী, ১৯ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

শিরোনাম : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে বিসিএ'র মতবিনিময় সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ডা. খলিলুর রহমানের গণসংযোগ সিলেটে আজ থেকে শুরু হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ইসি আনিছুর রহমান: নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না ব্রিটিশ-বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহবান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ এপিবিএন সিলেট এর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন বাংলাদেশী কর্মীদের ভিসা সহজ করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

সিলেটের দক্ষিন সুরমায় ‘হাইব্রিড’ নয়, মাঠের নেতা চায় বিএনপি

কাইয়ুম উল্লাস, অতিথি প্রতিবেদক

২০২২-০২-১৯ ১৫:০৫:০৫ /

সিলেটের প্রবেশদ্বার যেমন দক্ষিণ সুরমা, তেমনি সিলেটের রাজনীতির হটস্পট দক্ষিণ সুরমা। সিলেটে বিগত দিনে যতটা আন্দোলন জমেছিল, এর মধ্যে হুমায়ুন রশিদ চত্বর ও চন্ডিপুল ছিল শীর্ষ স্থানে। সঙ্গত কারণেই দক্ষিণ সুরমা বিএনপির কাউন্সিল ঘিরে লবিং, গ্রুপিং ও উৎসব থাকবেই। আগামী ২১ ফেব্রুয়ারি সম্মেলন ঘিরে তাই শুরু হয়েছে ব্যাপক লবিং। তবে, কমিটির নেতৃত্বে আর ‘হাইব্রিড’ নয়, মাঠের নেতা আসবেন-এটাই তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা। দলীয় সূত্র জানায়, আগামী ২১ ফেব্রুয়ারি দক্ষিণ সুরমার খালমুখের মকদ্দস কমিউনিটি সেন্টারে কাউন্সিলের স্থান ঠিক করেছে বিএনপি। ওই দিন সেখানে দিনব্যাপী কাউন্সিলে মোট ৫০ জন ভোটার ভোট দিয়ে ৫টি পদে প্রার্থী নির্বাচন করবেন। পদগুলো হচ্ছে, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। গুরুত্বপূর্ণ এই ৫টি পদে একাধিক প্রার্থী রয়েছেন। এসব প্রার্থী ৫০ জন ভোটারের সঙ্গে গোপনে-প্রকাশ্যে যোগাযোগ করছেন। এর আগে দক্ষিণ সুরমা উপজেলার ৯টি ইউনিয়ন বিএনপির কমিটি গুছিয়েছে দলটি। এসব ইউনিয়ন কমিটি থেকে ৫ জন করে ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলাপে জানা গেল, এবার সভাপতি পদে প্রার্থী হয়েছেন, সাবেক সভাপতি সাহাব উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ ও সাবেক থানা ছাত্রদলের তুখড় নেতা কুহিনূর আহমদ। এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে আছেন সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ। যুগ্ম সম্পাদক পদে লড়ছেন সাবেক সাংগঠনিক সম্পাদক মাঠের নেতা বজলুর রহমান, উদীয়মান নেতা জালালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলাই। সাংগঠনিক পদে তিন জন প্রার্থী হলেন, থানা বিএনপির সাবেক সহ সভাপতি হাজী আসাদ উদ্দিন, সাবেক যুবদল নেতা শাহ আহমদ আলী ও সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল ইবনে রাজা। দলীয় সূত্র আরও জানায়, প্রায় ৫ বছর পর দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে। এই ৫ বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে উপজেলা বিএনপি ছিল অনেকটা নিষ্ক্রিয়। এ নিয়ে নেতাকর্মীদের মনে চাপা ক্ষোভ আছে। তাছাড়া আগের কমিটিতে অনেক হাইব্রিড নেতা এসেছিলেন। বিএনপির দুঃসময়ে মাঠ সরব রাখার জন্য ‘আনফিট’ বলে মনে করেন নেতাকর্মীরা। কারণ, মাঠের আন্দোলনে ফ্রন্ট লাইনে থেকে তোপের মুখে আন্দোলন করার মত শক্তি তাদের ছিল না বলে মন্তব্য করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক নেতাকর্মীরা। বিগত কমিটির সভাপতি ছিলেন সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক শামীম আহমদ। তারা দুজন আবারও একই পদের জন্য লড়ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ওয়ান ইলেভেনের আগে-পরে সিলেটের দক্ষিণ সুরমা বিএনপি অনেকটা শক্তিশালী ছিল। তখন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর হাতে গড়া দক্ষিণ সুরমা বিএনপি ছাড়া সিলেটের কোনো নেতা আন্দোলন গরম করার কথা ভাবতেই পারতেন না। হুমায়ুন রশিদ চত্বর ও চন্ডিপুলে প্রায় মিছিল-সমাবেশ হতো। হুমায়ুন রশিদ চত্বরে জেলার নেতারা আসতেন। সাবেক এমপি মরহুম দিলদার হোসেন সেলিম হুমায়ুন রশিদ চত্বরের আন্দোলনে পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। তখন ছিল, উত্তাল বিএনপি। আর সেই থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন তাজরুল ইসলাম তাজুল। ছাত্রনেতা হিসেবে বাবনা মোড়ে মাঠ গরম রাখতে কুহিনূর আহমদ। বাবনা মোড়ের কার্যালয়কে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এনে দিয়েছিলেন কুহিনূর। এখন দক্ষিণ সুরমা বিএনপিকে মাঠে দেখা যায় না বলে অভিযোগ করলেন নেতাকর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে একজন বিএনপি নেতা বলেন,‘ ৫ বছর একটা কমিটি ছিল, তারা আছে-কি নাই, তা কেউ ঠেরই পায়নি। খালেদা জিয়া মুক্তির কোনো আন্দোলনই তারা জোরালোভাবে জানান দিতে পারেনি। এর কারণ, তারা হাইব্রিড নেতা। আমরা চাই, দলের দুঃসময়ে একটি শক্তিশালী বিএনপি আসবে। মাঠের ত্যাগী নেতাদের হাত ধরে আবার বিএনপি জাগবে-এটাই পত্যাশা।’ সাধারণ সম্পাদক প্রার্থী সাবেক থানা ছাত্রদলের কুহিনূর আহমদ বলেন,‘ আমি দলের দুঃসময়ে সব সময় মাঠে ছিলাম, মাঠে আছি, থাকবো ইনশাআল্লাহ। দায়িত্বে পেলে বিএনপিকে শক্তিশালী করতে কাজ করতে চাই।’ সভাপতি প্রার্থী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল বলেন,‘ দলের যেকোনো আন্দোলনে আমি সামনের সারিতে ছিলাম। যে কারণে, অনেক নির্যাতনের শিকার হয়েছি। ভবিষ্যতেও দলের জন্য নিবেদিত মনেই কাজ করে যাবো।’ দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক তোফাজ্জল হোসেন বলেন,‘ দীর্ঘদিন পরে কাউন্সিল হচ্ছে। ৫০ জনের ভোটের মাধ্যমে নতুন কমিটি আসবে। আমরা চাইব, সম্মেলনের দিন খুব সংক্ষিপ্ত সময়ে সুন্দরভাবে কমিটি গঠনের কাজ শেষ করতে। এ ব্যাপারে সকলের সহযোগিতা লাগবে।’

এ জাতীয় আরো খবর

সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু

সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 ইসি আনিছুর রহমান: নির্বাচনে  কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না

ইসি আনিছুর রহমান: নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না

আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে  নিহত ২

কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে নিহত ২