রবিবার, ৫ মে ২০২৪ইংরেজী, ২২ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

শিরোনাম : উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ হলেন ডা শাহানা ফেরদৌস বিয়ানীবাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত এসএসসির ফল প্রকাশ ১২ মে গ্যাস সংকটে বন্ধ শাহজালাল সার কারখানা, চালু নিয়ে অনিশ্চয়তা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে বিসিএ'র মতবিনিময় সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ডা. খলিলুর রহমানের গণসংযোগ সিলেটে আজ থেকে শুরু হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ইসি আনিছুর রহমান: নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না ব্রিটিশ-বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহবান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

আমি বলব আমাদের সাথে অন্যায় হয়েছে: শাবিতে আহত সজল

শাবি প্রতিনিধি ::

২০২২-০২-০৪ ০৭:৫৯:১৬ /

আমি সাধারণ। আমার বলার অনেক কিছু থাকলেও করার কিছু নাই। শুধু বলব আমার সাথে, আমাদের সাথে অন্যায় হয়েছে। শুনেছি শাবিপ্রবি প্রশাসন নাকি মামলাও করেছে, মামলা উঠিয়ে নেওয়ার কথা থাকলেও এখনও নেয়নি। হয়ত কারণে-অকারণে সেগুলো ঢাল হিসেবে ব্যবহৃত হবে। সিনিয়ররা জুনিয়রদের সহযোগিতা করায় উপহারস্বরুপ হয়রানিমূলক মামলা খেয়েছে। এই হয়রানি কতদিন চলবে তা আমার ক্ষুদ্র মস্তিষ্ক আঁচ করতে পারে না। এই বক্তব্য বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থী সজল কুন্ডুর। তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করলে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে উপাচার্যকে মুক্ত করে। পুলিশি হামলায় ৪০ জনের অধিক শিক্ষার্থী লাঠিচার্জে এবং স্প্রিন্টারের আঘাতে আহত হন। সে সময় জুনিয়র শিক্ষার্থীদের আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করতে গিয়ে পুলিশের ছিটাগুলির আঘাতে আহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজল কুন্ডু। সজল বর্তমানে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে প্রধানমন্ত্রী কার্যালয়ের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। আহত সজল কুন্ডু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী। দরিদ্র পরিবারপর সন্তান সজল। পড়াশোনা খরচ বহন করতে বিভিন্ন কাজে নাম লেখান। বিশ্ববিদ্যালয়ে জীবনযাপনের জন্য কখনো টিউশনি, কখনো হলে হলে মিষ্টি ও চা বিক্রি করেন সজল। শেষের দিকে স্বাবলম্বী হওয়ার আশায় মেসে মেসে খাবার বিক্রি করেন তিনি। সর্বশেষ গত ২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের ক্যাফেটেরিয়া পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন সজল। সজলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমার শারীরিক অবস্থা তেমন ভালো নেই। ডাক্তাররা জানিয়েছেন আগামী বুধবার আমার ডান হাত সার্জারী হবে। শরীরের অন্যান্য জায়গার থাকা স্প্রিন্টারের কিছুটা বের করা সম্ভব হয়তো, কিন্তু কিছু স্প্রিন্টার বের করা যাবে না। এগুলো নিয়েই আমাকে বাঁচতে হবে।' ওখানে তার সঙ্গে কে আছেন জানতে চাইলে তিনি বলেন, 'বন্ধুরা আছে। তারাই পাশে আছে সবসময়। পরিবারের কাউকে বিস্তারিত সেভাবে জানানো হয়নি।' এদিকে শুক্রবার তার ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। সেখানে বলা হয়, "শরীরের এমন কোন অংশ নেই যেখানে স্প্রিন্টারের আঘাত নেই। নতুন করে স্কালে (মাথার খুলি) স্প্রিন্টারের উপস্থিতি ধরা পড়েছে। বিষয়টা কতটুকু স্পর্শকাতর সেটা এখনও বুঝে উঠতে পারছি না। ডাক্তার এবং শুভাকাঙ্ক্ষীরা সবসময় সাহস যোগাচ্ছে। কিন্তু শরীরটা তো আমার বর্তমান এবং ভবিষ্যত। এটা আমি ব্যতিত অন্য কারও উপলব্ধি করা কঠিন। বৃহস্পতিবার পর্যন্ত ১৭ দিন হয় ঠিক মত দাঁড়াতে এবং হাঁটতে পারি না। 'তবে এই যন্ত্রণা গুলো আমার ডান হাতের কাছে একদমই পাত্তা পায় না। শুধু এক হাতেই বহন করছি শটগানের ৩৪টা মেটাল। হাতে যে পাঁচটা আঙুল আছে সেটা গত ১৬ জানুয়ারির পর থেকে আমি আর অনুধাবন করতে পারি না। 'ডাক্তার বলেছে সবগুলো মেটাল বের করা যাবে না। অর্থাৎ বাকি জীবন এগুলো বহন করেই বাঁচতে হবে। এবং সময়ে অসময়ে এই যন্ত্রণা বয়ে বেড়াতে হবে আমাকে।' ' প্রসঙ্গত , ১৩ জানুয়ারি রাতে বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের ছাত্রীরা নানা সমস্যার কথা জানান। এতে প্রভোস্ট শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করে এমন অভিযোগ এনে শিক্ষার্থীরা তিনদফা দাবিতে আন্দোলন করে। এরপর গত ১৬ জানুয়ারি উপাচার্য অবরুদ্ধ হলে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে। এ ঘটনার পর উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সিলেটসানডটকম_বিবিসি

এ জাতীয় আরো খবর

সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু

সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 ইসি আনিছুর রহমান: নির্বাচনে  কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না

ইসি আনিছুর রহমান: নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না

আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে  নিহত ২

কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে নিহত ২