শুক্রবার, ১০ মে ২০২৪ইংরেজী, ২৬ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

শিরোনাম : মতুন করে সিসিক’র হোল্ডিং ট্যাক্স আরোপ করা অযৌক্তিক, গণবিরোধী: প্রতিবাদী মানববন্ধনে বক্তারা সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান হলেন সুজাত আলী রফিক জাল ভোটারের ছবি তুলতে গিয়ে হামলার শিকার সাংবাদিক উপজেলা নির্বাচন-২০২৪: সিলেটে বিচ্ছিন্ন ঘটনায় শেষ হলো ভোট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ হলেন ডা শাহানা ফেরদৌস বিয়ানীবাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত এসএসসির ফল প্রকাশ ১২ মে গ্যাস সংকটে বন্ধ শাহজালাল সার কারখানা, চালু নিয়ে অনিশ্চয়তা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে বিসিএ'র মতবিনিময় সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু

গোলাপগঞ্জের ১০ ইউপিতে রাত পোহালেই ভোট : সকল প্রস্তুতি সম্পন্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি::

২০২১-১২-২৫ ০৯:৪৭:৪১ /

 

 

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলাপগঞ্জের ১০টি ইউনিয়নে রাত পোহালেই ভোটগ্রহণ। এ নির্বাচনে  উপজেলার ১০টি ইউনিয়নের ২ লাখ ১৫ হাজার ৮৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

উপজেলা নির্বাচন কমিশনের দেয়া তথ্যমতে, মোট ৫৪ জন চেয়ারম্যান প্রার্থী ও সাড়ে ৪ শতাধিক সাধারন সদস্য(পুরুষ) এবং সংরক্ষিত সাধারণ সদস্য(মহিলা) প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ১০টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ১০ জন, জাতীয় পার্টির ৩জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১জন, জমিয়তে উলামায়ে ইসলাম ১জন, জাসদ ১জন, বিদ্রোহী (স্বতন্ত্র) ৪জন, বিএনপি (স্বতন্ত্র) ১৫জন, জামাত (স্বতন্ত্র) ৮জন, (সরাসরি কোন রাজনৈতিক দল নয় এমন) স্বতন্ত্র ১১জন নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রায় প্রতিটি ইউনিয়নে দ্বিমুখী ও ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।


উপজেলার মাঠ পর্যায়ে সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায়, ১নং বাঘা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ছানা মিয়া (স্বতন্ত্র বিএনপি) টেলিফোন প্রতিকে, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুস সামাদের (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত সিএনজি (অটোরিক্সা) প্রতিকের সাথে ত্রিমুখী লড়াই হবে বলে সাধারন ভোটারদের ধারনা। 

২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তমজ্জুল আলী নৌকা প্রতিকে, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের ঘোড়া প্রতিকের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা  হবে বলে মনে করেছেন ইউনিয়নের সাধারণ ভোটাররা।

৩নং ফুলবাড়ি ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী এড. মামুন আহমদ রিপনের ঘোড়া প্রতিকেরসাথে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আব্দুল হানিফ খানা (নৌকা) ও  ইসমাইল হোসেন চৌধুরী (স্বতন্ত্র) বাবুর মোটর সাইকেল প্রতিকের মধ্যে ত্রিমুখী লড়াই লড়াই হবে বলে ইউনিয়নের সচেতন মহলের ধারণা।

৪নং লক্ষিপাশা ইউনিয়নে মাহতাব উদ্দিন (স্বতন্ত্র) আনারস প্রতিকের ও সাবেক  চেয়ারম্যান আব্দুল আলিম তুহিন (স্বতন্ত্র) ঘোড়া প্রতিকের মধ্যে বিজয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে নোমান উদ্দিন মুরাদ সিএনজি প্রতিকে (স্বতন্ত্র বিএনপি সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান) ও  সাবেক চেয়ারম্যান এসএম আব্দুর রহিমের ঘোড়া প্রতিকে জয়-পরাজয় নিশ্চিত হবে সাধারণ ভোটারদের অভিমত।

৭নং লক্ষনাবন্দ ইউনিয়নে অজি মোহাম্মদ কাওছার (স্বতন্ত্র) মোটরসাইকেল নিয়ে ও মো. খলকুর রহমান লাঙ্গল প্রতিকের (স্বতন্ত্র, জাতীয় পার্টি) ভোট যুদ্ধ হবে বলে ভোটার মহলের অভিমত।

৮নং ভাদেশ্বর ইউনিয়নে মো. সেলিম আহমদ (আওয়ামীলীগ) নৌকা প্রতিকে ও শামীম আহমদ (স্বতন্ত্র) আনারশ প্রতীক নিয়ে সৈয়দ রেজাউল করিম আলো) স্বতন্ত্র) ত্রিমুখী  লড়াই হবে এ রকম আভাস ভোটারদের।

৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নে সৈয়দ হাছিন আহমদ নৌকা প্রতিকে (আওয়ামীলীগ) সদ্য সাবেক চেয়ারম্যান রুহেল আহমদের (স্বতন্ত্র) সিএনজি অটোরিক্সা প্রতিকে মুল লড়াই হবে বলে সচেতন মহলের ধারনা।

১০নং উত্তর বাদেপাশা ইউনিয়নে মোস্তাক আহমদ আওয়ামীলীগ নৌকা প্রতিকে ও মুহিবুর রহমান (স্বতন্ত্র বিএনপি) ঘোড়া প্রতিকে তুমুল লড়াই হবে বলে ভোটারদের ধারনা।

১১নং শরীফগঞ্জ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এম এ মুমিত হীরা (আওয়ামীলীগ) নৌকা প্রতিকে এম কবির উদ্দিন (স্বতন্ত্র) ঘোড়া প্রতিকের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভোটার মহলের ধারনা।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, উপজেলার ১০টি ইউনিয়নে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ব্রিফিং করেছি। যে কোন ধরনের বিশৃঙ্খলা মোকাবেলা করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নং অফিসার সাইদুর রহমান বলেন, নির্বাচন অবাদ সুষ্ট ও নিরপেক্ষ ভাবে সম্পন্নের লক্ষে আমরা কাজ করছি। ২৬ ডিসেম্বর রবিবার সকালে সকল ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে।

গোলাপগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার, ইউএনও মো. গোলাম কবির বলেন, 'নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ সম্পন্ন। সবকটি ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

এদিকে, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনে যাতে ভোটাররা তাদের ভোটাধিকার শান্তিপূর্ণ ভাবে দিতে পারে এবং সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ, আনছার, র‌্যাব, বিজিবি মাঠে সার্বক্ষনিক কাজ করবেন। এছাড়া ম্যাজিষ্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নির্বাচনী মাঠে থাকবেন।


 

সিলেট সান/এসএ

 

এ জাতীয় আরো খবর

জাল ভোটারের ছবি তুলতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

জাল ভোটারের ছবি তুলতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু

সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 ইসি আনিছুর রহমান: নির্বাচনে  কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না

ইসি আনিছুর রহমান: নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না

আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু