শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইংরেজী, ১৩ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

আধুনিক দেশ গঠনে পুলিশের ভুমিকা প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী

এম এম সামছুল ইসলাম, জুড়ী প্রতিনিধি::

২০২১-১০-০৯ ০৭:৪০:২৫ /

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন,‘আধুনিক দেশ গঠনে পুলিশের ভুমিকা প্রশংসনীয়। দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সেনা বাহিনীসহ সকল বাহিনী যে যুদ্ধ করে গেছেন তন্মধ্যে পুলিশ বাহিনী এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজারবাগ পুলিশ কেন্দ্র থেকে পুলিশ সদস্যদের দেশ গঠনের আহবান জানিয়েছিলেন। 

মন্ত্রী আরো বলেন, দেশ স্বাধীন হওয়ার পর যত সরকার দেশ চালিয়েছেন কেউই দেশের উন্নয়ন করতে পারেননি। তবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় পুলিশ বাহিনী সন্ত্রাস দমন, মাদক নিয়ন্ত্রন ও জঙ্গিবাদ দমনে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে।

মৌলভাবাজারের জুড়ী থানা নব নির্মিত আধুনিক ভবনের উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. জাকারিয়ার সভাপতিত্বে শনিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন পরিবেশ ও জলবাযূ পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি, মৌলভীবাজার-৩ আসন এমপি নেছার আহমদ, (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংরক্ষীত আসন এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জ ডি আই জি মফিজ উদ্দিন, সিলেট পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান ও জুড়ী উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫-২০১৬ অর্থবছরে সরকারের গণপূর্ত অধিদপ্তর ৭ কোটি ৩১লাখ ৪৪ হাজার ৩শ ৫০ টাকা ব্যয় প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ২০১৬ সালের ২৯ নভেম্বর এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

সিলেট সান/এসএ

 

এ জাতীয় আরো খবর

জুড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

জুড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

যমজ সন্তানকে  হত্যা, মা আটক

যমজ সন্তানকে হত্যা, মা আটক

চতুর্থবারের মতো নির্বাচিত মন্ত্রী শাহাবউদ্দিন

চতুর্থবারের মতো নির্বাচিত মন্ত্রী শাহাবউদ্দিন

মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদ বেসরকারিভাবে নির্বাচিত

মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদ বেসরকারিভাবে নির্বাচিত

বড়লেখায় র‌্যা ‘র হাতে অজ্ঞান পার্টির ২ হোতা গ্রেপ্তার

বড়লেখায় র‌্যা ‘র হাতে অজ্ঞান পার্টির ২ হোতা গ্রেপ্তার

দ্বৈত নাগরিকত্ব: মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদের আপিল খারিজ

দ্বৈত নাগরিকত্ব: মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদের আপিল খারিজ