শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইংরেজী, ১৪ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

সিলেটের ইউসুফ ডাক পাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলে

নিজস্ব প্রতিবেদক::

২০২১-০৯-১৬ ১০:০২:৩৫ /

সিলেট নগরীর গোলাপবাগের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুস সাত্তারের নাতি ইউসুফ জুলকারনাইন হক। পরিবারের সাথে বসবাস করেন ইংল্যান্ডে। বয়স তার ১৮ বছর। উচ্চতায় ৫ ফুট ১০ ইঞ্চি। কেলেন রাইট উইং ও লেফ্ট উইং পজিশনে। ইংল্যান্ডের চেলসি, ওয়েস্টহেম, নিউরিচ ক্লাবের ট্রায়ালে ছিলেন। এই ফুটবলার ইংল্যান্ডের ইপ্সউইচ টাউন এফসির অনূর্ধ্ব-১৮ ও ২৩ দলের খেলোয়াড়। 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে বর্তমানে তিনজন প্রবাসী ফুটবলার রয়েছেন, যারা বাংলাদেশি বংশোদ্ভূত। সাফ চ্যাম্পিয়নশিপের আগামী আসরের জন্য জাতীয় দলের প্রাথমিক দলে ইউসুফ জুলকারনাইন হককে ডাকতে যাচ্ছেন বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে। 

ইউসুফ জুলকারনাইন হকের ফুফুতো ভাই রোটারিয়ান কয়েছে আহমদ সুমন বলেন, তাদেও গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। তবে সিলেট শহরের গোলাপবাগে তাদের নিজস্ব বাসা। পরিবারের সাথে যুক্তরাজ্যেই বসবাস করেন ইউসুফ। সেখানে ছোটবেলা থেকেই ফুটবলের সাথে জড়িয়ে আছে সে। বর্তমানে পাসপোর্ট করানো নিয়ে ব্যস্ত ইউসুফ। পাসপোর্ট হাতে পেলে তিনি দেশে আসতে পারেন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী সাফ চ্যাম্পিয়নশিপের নতুন আসর আগামী মাসে মালদ্বীপে বসবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইউসুফ জুলকারনাইনকে খেলার অনুমতি দিতে আবেদন করেছে। তাকে মালদ্বীপে পাঠানোর সরকারি অনুমতি (জিও) পাওয়ার চেষ্টা করছে বাফুফে।

বর্তমানে বাংলাদেশ জাতীয় দলে থাকা তিন প্রবাসী ফুটবলার হলেন- ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী এবং কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান। আর দলে সুযোগ পেতে পারেন ফ্রান্স প্রবাসী তাহমিদ ইসলাম। তিনি আছেন পুরো ফিট হওয়ার অপেক্ষায়। এছাড়া বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলেকেও রাখা হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে।

জুলকারনাইনের বাবা এ কে এম শহিদুল হক জানান, তার ছেলে ছোট বেলা থেকেই ফুটবলের সাথে জড়িত। ইতিপূর্বে সে ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে ট্রায়াল দিয়েছে। বর্তমানে ইংল্যান্ডের ইপ্সউইচ টাউন এফসির অনূর্ধ্ব-১৮ ও ২৩ দলের খেলোয়াড় সে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেললে, অব্যশই দেশের জন্য ভালো কিছু উপহার দিবে। 

 

এস এস

এ জাতীয় আরো খবর

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী সেহার

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী সেহার

আফগানদের উড়িয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

আফগানদের উড়িয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

ভারতের সঙ্গে সিরিজে সমতা বাংলাদেশের মেয়েদের

ভারতের সঙ্গে সিরিজে সমতা বাংলাদেশের মেয়েদের

হৃদয় ও শামীমের ব্যাটে ভর করে বাংলাদেশের জয়

হৃদয় ও শামীমের ব্যাটে ভর করে বাংলাদেশের জয়

 তামিম আউট, শান্ত-লিটন এগুচ্ছেন

তামিম আউট, শান্ত-লিটন এগুচ্ছেন

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি