শাবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

শাবিপ্রবি প্রতিনিধি || ২০২১-০৬-১০ ০৮:৪২:১০

image

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন "শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব" এর উদ্যোগে তিন দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত এ কর্মশালার শিরোনাম ছিলঃ সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন।

অনলাইনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ কর্মশালাটি বৃহস্পতিবার শেষ হয়।

কর্মশালার প্রথম দিনে 'সংবাদ ও ফিচার ধারণা', 'সংবাদ সূচনা ও কাঠামো' এবং 'ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার পার্থক্য' বিষয়ে ক্লাস নিয়েছেন চ্যানেল আই এর সিনিয়র বার্তা সম্পাদক মীর মাশরুর জামান। দ্বিতীয় দিন 'সংবাদের সূত্র-উৎস এবং সম্পাদনা কৌশল', 'গণমাধ্যমে ভাষার ব্যবহার' এবং 'সাংবাদিকতার নীতিমালা' বিষয়ে ক্লাস নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে। এছাড়া সমাপনী দিনে 'অনুসন্ধানমূলক ও ব্যাখ্যামূলক রিপোর্টিং', 'অনুসন্ধানমূলক রিপোর্টিং তৈরী (ব্যবহারিক) বিষয়ে ক্লাস নিয়েছেন ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (এমআরডিআই) এর প্রধান বদরুদ্দোজা বাবু।

এছাড়া 'অনুসন্ধানমূলক প্রতিবেদন ও সমাজে এর প্রভাব' বিষয়ে ক্লাস নিয়েছেন এবং সমাপনী বক্তব্য দেন পিআইবি'র মহাপরিচালক জাফর ওয়াজেদ। তিন দিনব্যাপী এ কর্মশালার সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী।

 

সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net