কমলগঞ্জে চেরি জাতের টমেটো চাষে সফলতা

কমলগঞ্জ প্রতিনিধি:: || ২০২১-০৪-২৪ ০৫:০৬:৩৫

image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ম্যাগলিয়া রোসা নামের চেরি টমেটোর চাষে সফলতা মিলেছে। টমেটোটি দেখতে আঙ্গুর ফলের মতো। চেরি জাতের টমেটো চাষ সফল হওয়ায় কৃষকরা উৎসাহী হয়ে উঠেছেন। উপজেলার আদমপুর ও শমসেরনগর এলাকার কয়েকটি গ্রামের কৃষকরা প্রথম বারের মতো চেরি জাতের টমেটো চাষ করছেন।


জানা যায়, কমলগঞ্জ উপজেলার আদমপুর ও শমশেরনগর ইউনিয়নের সোনাপুর গ্রামে এনজিও সংস্থার মাধ্যমে প্রথম বারের মতো চেরি জাতের টমেটো চাষ করা হয়। চেরি টমেটো দেখতে আকারে ছোট এবং ছোট অবস্থায় পেকে যায়। যা অনেকটা আঙ্গুর ফলের মতো দেখতে। চেরি টমেটো গাছে আঙ্গুরের মতো থোকায় থোকায় ঝুলে থাকে, হঠাৎ দেখলে কেউ আঙ্গুর ফল মনে করবে।


শমসেরনগর ইউনিয়নের সোনাপুর গ্রামের কৃষক সুজিৎ দেবনাথের স্ত্রী আরতি নাথ জানান, (সুচনা) এনজিও টির প্রকল্প থেকে ৫০টি চেরি টমেটোর চারা দেওয়া হয়েছিলো, সেই চারা থেকে প্রথম বারের মতো চেরি টমেটো চাষ করছেন। তিনি আরো জানান,প্রতিবছর টমেটো চাষ করেন। কিন্তু এই প্রথম চেরি টমেটো চাষ করেছেন। ফলন ও এসেছে। প্রতি কেজি চেরি টমেটো ৫০ টাকা কেজিতে বিক্রি করছেন, এখন ৩০ টাকা কেজিতে বিক্রি করছেন।


এনজিওটির কারিগরী সহায়তায়কারী কামরুল ইসলাম বলেন, সুচনার সদস্য আরতি নাথকে বগুড়া কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৫০ টি চেরি জাতের টমেটোর চারা দেওয়া হয়েছে। চেরি টমেটো দীর্ঘ সময় ঠিকে থাকতে পারে এবং সহজে পচে না। দেশি টমেটোর মতোই চেরি টমেটো দিয়ে কাঁচা সালাদ ও রান্না করে খাওয়া যায় ।


কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, শমশেরনগর ও আদমপুরে চেরি টমেটো চাষ করা হয়েছে। আগামীতে কমলগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আগ্রহী কৃষকদের চেরি জাতের টমেটো চাষ করার জন্য সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, ম্যাগলিয়া রোসা নামের চরি টমেটোর পুষ্টিগুন অনেক বেশি। চেরি টমেটো শীত প্রধান দেশে চাষাবাদ হয়ে থাকে। এখন দেশে ও পরীক্ষামূলক ভাবে চাষ হচ্ছে।

 

সিলেট সান/এসএ

Editor Incharge: Faisal Ahmed Bablu

Office : 9-C, 8th Floor, Bluewater Shopping City, Zindabazar, Sylhet-3100

Phone: 01711487556, 01611487556

E-Mail: sylhetsuninfo@gmail.com, newssylhetsun@gmail.com

Publisher: Md. Najmul Hassan Hamid

UK office : 736-740 Romford Road Manor park London  E12 6BT

Email : uksylhetsun@gmail.com

Website : www.sylhetsun.net